(বাঁ দিকে) মিলিন্দ চন্দওয়ানী, (ডান দিকে) অবিকা গোর। ছবি: সংগৃহীত।
তিন মাসের আগের কথা। মিলিন্দ চন্দওয়ানীর সঙ্গে টিভির অনুষ্ঠান ‘পতি, পত্নী অউর পাঙ্গা’তে বিয়ে সারেন অবিকা গোর। সমাজমাধ্যমে স্বামীর সঙ্গে নানা ধরনের ভিডিয়ো ভাগ করে নেনে অবিকা। এ বার জানালেন, ২০২৬-এ তাঁদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে।
অবিকা ও তাঁর স্বামী দু’জনেই নেটপ্রভাবী। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে তাঁরা বলেন, ‘‘২০২৫-এ একটা নতুন জীবন শুরু করেছেন। তবে ২০২৬-এ যেন জীবনে একটা বড় পরিবর্তন আসবে। যদিও এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিলাম না। আগে থেকে কোনও পরিকল্পনা করিনি, কখনও স্বপ্নেও ভাবিনি।’’ অভিনেত্রী স্বামীকে জিজ্ঞেস করেন এই পরিবর্তনের জন্য কতটা উত্তেজিত? তাতেই মিলিন্দ জবাব দেন, উত্তেজিত তিনি। পাশাপাশি খানিকটা উদ্বেগও রয়েছে।
মিলিন্দ বলেন, ‘‘একটু উদ্বেগে থাকা ভাল।’’ যদিও ঠিক কী ঘটেছে, খোলসা করেননি অবিকা। তবে অনুরাগীরা ইতিমধ্যেই বলছেন, মা হতে চলেছেন অবিকা। কেউ লিখেছেন, ‘‘সন্তান আসছে।’’ অবিকা অবশ্য সত্যটা প্রকাশ্যে আনবেন পরবর্তী ভ্লগে।