সন্তানদের কেন আড়ালে রাখেন শ্রীলীলা? ছবি: সংগৃহীত।
অল্লু অর্জুনের সঙ্গে ‘কিসিক’ গানে শ্রীলীলা হিল্লোল তুলেছিলেন পুরুষ অনুরাগীদের হৃদয়ে। বয়স মাত্র ২৪। এরই মধ্যে কর্মজীবনে সাফল্য পেয়েছেন। অবিবাহিত শ্রীলীলা গত বছর পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর তিন কন্যাসন্তানের সঙ্গে। ২১ বছর বয়সে প্রথম মা হন। কিন্তু, প্রথম নিজের সন্তানদের কথা খোলসা করেন গত বছর জন্মদিনে। শ্রীলীলা জানালেন সন্তানদের আড়ালে রাখার কারণ।
২০১৯ সালে নিজের প্রথম ছবি ‘কিস্’-এর সময় তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই গুরু আর শোভিতা নামে দুই শিশুর খোঁজ পান। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তাঁর। মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাঁকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। ২০২৫ সালে ফের এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন শ্রীলীলা।
শ্রীলীলার কথায়, ‘‘আমি ওদের সঙ্গে থাকি না, কিন্তু ওদের অসম্ভব ভাল করে যত্ন নেওয়া হয়। আসলে প্রথমে আমি কাউকে জানাইনি। পরে অবশ্য যে আশ্রম থেকে ওদের দত্তক নিয়েছিলাম, তাঁরাই অনুরোধ করেন। আমার এমন উদ্যোগের কথা অন্যরা জানলে হয়তো আরও মানুষ অনুপ্রাণিত হতে পারেন।’’
শ্রীলীলার ব্যক্তিগত জীবন একটু অন্যরকম। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি শুভকর রাও সুরপানেনির সঙ্গে মায়ের বিচ্ছেদের পরে তাঁর জন্ম। অভিনেত্রী যখন বিনোদনদুনিয়ায় পা রাখেন, তখন তাঁর নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন।