জিএসটি-র জন্য তৈরি নয় ব্যাঙ্ক

ব্যাঙ্কের কিছু কিছু পরিষেবা তাদের প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। আবার অনেক পরিষেবা স্থানীয় শাখার আওতায় রয়েছে। ফলে ব্যাঙ্কগুলির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ঢেলে সাজতে হবে, যা এত কম সময়ে সম্ভব নয় বলে জানিয়েছে আইবিএ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৭ ০৩:২০
Share:

কেন্দ্রের বেঁধে দেওয়া সময় মেনে পণ্য-পরিষেবা কর (জিএসটি) চালু হতে বাকি নেই আর এক মাসও। তা সত্ত্বেও নতুন ব্যবস্থার জন্য এখনও প্রস্তুত নয় সব ব্যাঙ্ক।

Advertisement

বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) আর্থিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আইবিএ বলেছে: ‘‘১ জুলাই জিএসটি চালু হওয়ার কথা। তার আগে ব্যাঙ্কগুলিকে কাজের পদ্ধতিতে অনেক রদবদল করতে হবে। কিন্তু এ ব্যাপারে তারা কতটা তৈরি, তা নিয়েই যথেষ্ট সংশয় দেখা দিয়েছে।’’

প্রসঙ্গত, ব্যাঙ্কের কিছু কিছু পরিষেবা তাদের প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। আবার অনেক পরিষেবা স্থানীয় শাখার আওতায় রয়েছে। ফলে ব্যাঙ্কগুলির তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ঢেলে সাজতে হবে, যা এত কম সময়ে সম্ভব নয় বলে জানিয়েছে আইবিএ। কোন পরিষেবায় কোন রাজ্যের আওতায় জিএসটি আদায় করা হবে, বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিয়েও। তথ্যপ্রযুক্তি ও অন্যান্য পরিকাঠামো দ্রুত বদলে ফেলাই এই মুহূর্তে ব্যাঙ্কগুলির সামনে বড় চ্যালেঞ্জ বলে দাবি আইবিএ-র। আইবিএ এই সব ক্ষেত্রে কেন্দ্রীয় জিএসটি-র আওতায় নথিভুক্তি দাবি করেছে। কারণ, সে ক্ষেত্রে পুরনো তথ্যপ্রযুক্তি কাঠামো কিছুটা কাজে লাগানো যাবে। তা না-হলে সব রাজ্যে জিএসটি-র আওতায় সব শাখাকে নথিভুক্ত হতে হবে, যা যথেষ্ট ঝক্কির বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।

Advertisement

সব মিলিয়ে গোটা ব্যবস্থায় জটিলতা বাড়বে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলের। উল্লেখ্য, পরোক্ষ কর ব্যবস্থার এত বড় মাপের সংস্কার স্বাধীনতার পরে এই প্রথম বলে তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থায় জিএসটিতে মিশে যাচ্ছে উৎপাদন শুল্ক, পরিষেবা কর, যুক্তমূল্য কর (ভ্যাট) ও অন্যান্য স্থানীয় কর।

জিএসটি-র হার: খাদির সুতো, গাঁধী টুপি ও ভারতের জাতীয় পতাকায় কর বসবে না বলে জানিয়ে দিয়েছে জিএসটি পরিষদ। তবে নকল গয়না, মুক্তো ও মুদ্রার উপর বসবে ৩% কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement