Wedding viral

বিয়ের মঞ্চে দাঁড়িয়ে কনের দিকে হাত বাড়াতেই অঘটন! হ্যাঁচকা টানে পাত্রকে ফেলেই দিলেন পাত্রী, ভাইরাল ভিডিয়ো

আত্মীয়স্বজনে ভরা সেই অনুষ্ঠানে এমন এক কাণ্ড বাধিয়ে ফেললেন কনে যে তা দেখে হতবাক হয়ে যান অভ্যাগতেরা। কনের আচরণ দেখে থ হয়ে যান অতিথি এবং আত্মীয়স্বজনেরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

বিয়ের মঞ্চে বা অনুষ্ঠানে এমন সব কাণ্ড ঘটে থাকে যা প্রায়শই সমাজমাধ্যমের নজর কেড়ে নেয়। হাসি, আনন্দে জমজমাট বিয়ের অনুষ্ঠানের মাঝে এই ধরনের অদ্ভুত ঘটনা নাড়িয়ে দেয় নিমন্ত্রিত অতিথিদেরও। তার মধ্যে কিছু ভিডিয়ো যেমন অদ্ভুত, তেমন অনেক ভিডিয়ো আবার মন ভাল করে দেয় নেটাগরিকদের। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। কনের আচরণ দেখে থ হয়ে যান বিয়েতে আগত অতিথি এবং আত্মীয়স্বজনেরাও। তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া বিয়ের অনুষ্ঠানের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে উপলক্ষে একটি মঞ্চ সাজানো হয়েছে। আত্মীয়স্বজনে ভরা সেই অনুষ্ঠানে এমন এক কাণ্ড বাধিয়ে ফেললেন কনে যে তা দেখে হতবাক হয়ে যান অভ্যাগতেরা। মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে কনের দিকে হাত বাড়িয়ে দিলেন পাত্র। সলজ্জ ভঙ্গিতে নিজের হাত সেই হাতের দিকে বাড়িয়ে দিলেন লাল লেহঙ্গা পরা সালঙ্কারা বধূ। বরও বুঝতে পারেননি আসন্ন পরিস্থিতি কী হতে চলেছে। নীল রঙের সুট পরা বরের হাত ধরে হ্যাঁচকা টান মারলেন কনে। টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে মঞ্চ থেকে পড়ে গেলেন বর। দৃশ্যটি এতটাই অদ্ভুত ছিল যে তা দেখে প্রথমে স্তব্ধ হয়ে যান অতিথিরা। পরে সকলেই বুঝতে পারেন বরের সঙ্গে মজা করছেন কনে। সকলেই হেসে ওঠেন।

ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়। এক্স হ্যান্ডলে ‘হসনাজ়রুরিহ্যায়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পাত্রী কী নির্দয়!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement