পোশাকের জন্য কেন্দ্র

রাজ্যে পোশাক শিল্পের উন্নতির জন্য একটি সাধারণ পরিষেবা কেন্দ্র (কমন ফেসিলিটি সেন্টার) গড়ার প্রস্তাব দিলেন শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০১:০১
Share:

অমিত মিত্র

রাজ্যে পোশাক শিল্পের উন্নতির জন্য একটি সাধারণ পরিষেবা কেন্দ্র (কমন ফেসিলিটি সেন্টার) গড়ার প্রস্তাব দিলেন শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র। জানালেন, বিশ্ব বাজারে পোশাক সংস্থার ব্যবসা বাড়াতে নকশা থেকে প্রযুক্তি, সব কিছুরই আধুনিকীকরণ প্রয়োজন। আর সে জন্য চাই এক ছাদের তলায় সব পরিষেবা। যা পূরণ করবে এই কেন্দ্র। অমিতবাবুর আশ্বাস, এই প্রকল্প গড়ার ক্ষেত্রে রাজ্য সব রকম সহযোগিতা করবে।

Advertisement

সোমবার থেকে রাজারহাট ইকো পার্কে পশ্চিমবঙ্গ পোশাক প্রস্তুতকারী সমিতির উদ্যোগে ৩ দিনের ছোটদের বিভিন্ন পোশাকের মেলা শুরু হয়েছে। এ দিন তার উদ্বোধন করেন অমিত মিত্র-সহ রাজ্যের আর এক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিল্পমন্ত্রীর দাবি, ৫-১০ হাজার বর্গফুট জায়গাতেই এই কেন্দ্র গড়া যাবে ও সরকারি ব্যবস্থাতেই তা পরিচালিত হবে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানাবেন। এ বছর মেলায় রাজ্যের প্রায় শ’দুয়েক পোশাক নির্মাতা সংস্থা ও ৩৮০টির মতো ব্র্যান্ড তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছে। এমনিতে সারা রাজ্যে সমিতির সদস্য সংখ্যা এক হাজারের বেশি। বাৎসরিক লেনদেন হয় ৩০০০ কোটি টাকার বেশি। সমিতির সভাপতি হরিকিষাণ রাঠি এ দিন দাবি করেছেন, মেলায় কমপক্ষে ৪০০ কোটি টাকার ব্যবসায়ীক লেনদেন হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement