Viral Video

মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিল চিতাবাঘ, পিছনে এসে দাঁড়াল ‘জঙ্গলের যমদূত’! হায়নাকে দেখে কী করল সে? ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি ফাঁকা জায়গা দেখে বিশ্রাম নিচ্ছিল একটি চিতাবাঘ। আরাম করে বসে গা চাটছিল। এমন সময় আবির্ভাব হয় একটি হিংস্র হায়নার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১৭
Share:

মুখোমুখি চিতাবাঘ-হায়না। ছবি: এক্স থেকে নেওয়া।

বাঘ বা সিংহের মতো আধিপত্য না থাকলেও চিতাবাঘ নিঃসন্দেহে জঙ্গলের অন্যতম হিংস্র প্রাণী। কিন্তু একটি হায়নাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে আত্মারাম খাঁচাছাড়া হল সেই চিতাবাঘেরই। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি ফাঁকা জায়গা দেখে বিশ্রাম নিচ্ছিল একটি চিতাবাঘ। আরাম করে বসে গা চাটছিল। এমন সময় আবির্ভাব হয় একটি হিংস্র হায়নার। চিতাবাঘের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে সে। তবে তার পিছনে যে সাক্ষাৎ ‘জঙ্গলের যমদূত’ এসে দাঁড়িয়েছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি চিতাবাঘটি। একটু পরে তার টনক নড়ে। পিছনে ফিরে হায়নাকে দেখে চমকে যায় সে। ধড়ফড় করে উঠে পড়ে মাটি থেকে। এর পর হায়নাকে দেখে গর্জন করতে শুরু করে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও শেষমেশ হিংস্র দুই প্রাণীর মধ্যে লড়াই বেধেছিল কি না তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। দুই পক্ষের লড়াই দেখারও ইচ্ছা প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হায়না কিন্তু খুব ভয়ঙ্কর। সিংহও এই প্রাণীর সঙ্গে ঝামেলায় জড়াতে ভয় পায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement