Viral Video

বৈঠকের জন্য পাক প্রধানমন্ত্রীকে ৪০ মিনিট অপেক্ষা করালেন পুতিন, তার পরেই শরিফ ঘটালেন অদ্ভুত কাণ্ড, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ওই আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শাহবাজ় শরিফের দ্বিপাক্ষিক বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দিনশেষেও সেই বৈঠক শুরু হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২১:২৪
Share:

পাক প্রধানমন্ত্রী শহবাজ় শরিফ। ছবি: রয়টার্স।

তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তিকর মুহূর্ত। ৪০ মিনিট ধরে অপেক্ষা করানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুদ্ধদ্বার বৈঠকের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচই ফেলেছে ভিডিয়োটি। নেটাগরিকদের কটাক্ষ এবং বিদ্রুপের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ওই আন্তর্জাতিক সভার আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে পুতিনের সঙ্গে শরিফের দ্বিপাক্ষিক বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল। তবে সেই বৈঠক সময়ে শুরু হয়নি। অন্য এক বৈঠকে ব্যস্ত ছিলেন রুশ প্রেসিডেন্ট। জানা গিয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকের জন্য শরিফ এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার একটি ঘরে অপেক্ষা করেছিলেন। প্রায় ৪০ মিনিট ধরে তাঁদের অপেক্ষা করিয়ে রাখেন পুতিন। এর পরেই ধৈর্যের বাঁধ ভাঙে পাক প্রধানমন্ত্রীর। পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের রুদ্ধদ্বার বৈঠকের দরজা খুলে ভিতরে ঢুকে পড়েন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, প্রায় ১০ মিনিট পরে ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন শরিফ।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরটি ইন্ডিয়া নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি প্রকাশের পর নেটাগরিকদের একাংশ বিষয়টিকে ‘কূটনৈতিক ভুল’ বলে মন্তব্য করেছেন। নিয়ম না মেনে ওই ভাবে রুদ্ধদ্বার বৈঠকে ঢুকে পড়ার জন্য পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।

Advertisement

কয়েক দিন আগেই ভারতসফরে এসেছিলেন ভ্লাদিমির পুতিন। সেই সফরে ভারত-রুশ বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে আসার পর মোদীর সঙ্গে একই গাড়িতে করে প্রধানমন্ত্রীর বাসভবনেও যান পুতিন। নিজস্বীও তোলেন। কিন্তু সেই রুশ প্রেসিডেন্টই এ বার বৈঠকের জন্য ৪০ মিনিট অপেক্ষা করালেন পাক প্রধানমন্ত্রীকে। ভিডিয়ো দেখে সমাজমাধ্যমের একাংশের দাবি, আন্তর্জাতিক মঞ্চে আরও এক বার মুখ পুড়ল পাকিস্তানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement