Viral Video

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় সফল ছেলে! আনন্দে গ্রামবাসীদের জন্য ‘আইটেম ডান্স’-এর আয়োজন করলেন বাবা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামে একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেই ম‌ঞ্চে নাচছেন এক তরুণী নর্তকী। আর তাঁর নাচ দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। কেউ কেউ আবার নাচ ক্যামেরাবন্দি করে রাখছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৯
Share:

গ্রামে নাচছেন তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এ উত্তীর্ণ হয়েছে পুত্র। শীঘ্রই মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবে সে। আনন্দ ধরে রাখতে পারলেন না বাবা। নর্তকী ডেকে গোটা গ্রামের জন্য ‘আইটেম ডান্স’ অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি। তেমনই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

নিট-এ উত্তীর্ণ হওয়া কোনও সামান্য ব্যাপার নয়। অনেক পরিশ্রম এবং সাধনার পর ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা পাশ করেন পড়ুয়ারা। আর পুত্র সেই পরী‌ক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আনন্দে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এক বাবা। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামে একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেই ম‌ঞ্চে নাচছেন এক তরুণী নর্তকী। আর তাঁর নাচ দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। কেউ কেউ আবার নাচ ক্যামেরাবন্দি করে রাখছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ছেলে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক ব্যক্তি আনন্দে গ্রামবাসীদের জন্য ওই নৃত্যানুষ্ঠানের আয়োজন করেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কমেডিকালচার.ইন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখাার পর লিখেছেন, ‘‘ছেলে নিট উত্তীর্ণ হলে উদ্‌যাপন করা অবশ্যই উচিত। কিন্তু তা অন্য রকম ভাবেও হতে পারত।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘আমার বাবাও তো এ রকম হতে পারতেন!’’ কেউ কেউ আবার ‘শতাব্দীর সেরা বাবা’ তকমাও দিয়েছেন ওই ব্যক্তিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement