Small Industries

ক্ষুদ্রশিল্পের সাহায্যে কর্মশালা

বণিকসভার ক্ষুদ্রশিল্প সংক্রান্ত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৮:৩৬
Share:

বিশেষ কর্মসূচি গ্রহণ করল বণিকসভা বিএনসিসিআই। —প্রতীকী চিত্র।

রাজ্যের প্রত্যন্ত প্রান্তের ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের দেওয়া সব রকম সাহায্য নিতে পারে, সেই লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বণিকসভা বিএনসিসিআই। বণিকসভাটির ক্ষুদ্রশিল্প সংক্রান্ত কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এই নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ওই কমিটির চেয়ারম্যান অমিত সাহা জানিয়েছেন, এর পর থেকে এই ধরনের কর্মশালা রাজ্য জুড়ে আয়োজিত হবে। যাতে সরকারের দেওয়া সমস্ত সুবিধা ওই ধরনের সংস্থা চালানো প্রতিটি মানুষের সামনে তুলে ধরা যায় এবং যাতে তাঁরা তা কাজে লাগাতে পারেন। এতে রাজ্যেরও উন্নতি হবে।

এ দিন অমিতের কথায়, ‘‘পশ্চিমবঙ্গের ছোট ছোট শিল্প সংস্থাগুলি কী করে সরকারি সহায়তা পাবে, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই। সেই কারণেই এ বার আমরা একটি পরিষেবা কেন্দ্র তৈরি করছি। সেখানে সরকারের সব রকম সুবিধা সম্পর্কে সকলেই খুব সহজে জানতে পারবেন।’’ এ দিনের কর্মশালায় কেন্দ্রের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন