টাটা-বোয়িংয়ের কারখানার শিলান্যাস

গত বছরই দেশে বিমান ও হেলিকপ্টারের কাঠামো তৈরিতে যৌথ উদ্যোগ গড়ার কথা জানিয়েছিল টাটা গোষ্ঠীর সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও বোয়িং। কথা ছিল, যৌথ ভাবে হায়দরাবাদে এএইচ-৬৪ আপাচে হেলিকপ্টারের কাঠামো তৈরির জন্য কারখানা গড়বে তারা। সম্প্রতি সেই কারখানারই শিলান্যাস করল সংস্থা দু’টি।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৭:৫৯
Share:

গত বছরই দেশে বিমান ও হেলিকপ্টারের কাঠামো তৈরিতে যৌথ উদ্যোগ গড়ার কথা জানিয়েছিল টাটা গোষ্ঠীর সংস্থা টাটা অ্যাডভান্সড সিস্টেমস ও বোয়িং। কথা ছিল, যৌথ ভাবে হায়দরাবাদে এএইচ-৬৪ আপাচে হেলিকপ্টারের কাঠামো তৈরির জন্য কারখানা গড়বে তারা। সম্প্রতি সেই কারখানারই শিলান্যাস করল সংস্থা দু’টি। এর মাধ্যমে দেশে প্রতিরক্ষা ও অসামরিক বিমান শিল্পের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হল বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রীকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন