Tips for Monday

শিবের দোসর চন্দ্র, সোমবারে শিবের আরাধনার সঙ্গে মেনে চলুন ক’টি টোটকা, কাটবে দুর্ভাগ্য ও দারিদ্র

জ্যোতিষমতে সোমবারকে চন্দ্রের জন্য উৎসর্গ করা হয়েছে। আবেগ, অনুভূতি, প্রশান্তি ও অন্তর্দৃষ্টির উপর প্রভাব বিস্তারকারী গ্রহ হল চন্দ্র। তাই শিবের পাশাপাশি চন্দ্রকে তুষ্ট রাখলে সাফল্য ও সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনিও।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সোমবারকে সপ্তাহের প্রথম কাজের দিন বলে ধরা হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারেও সোমবারকে সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বলে ধরা হয়। সোমবারকে হিন্দুশাস্ত্রে দেবাদিদেব মহাদেবের বার বলে মনে করা হলেও এই দিনটির আরও বেশ কিছু তাৎপর্য রয়েছে। জ্যোতিষমতে সোমবারকে চন্দ্রের জন্য উৎসর্গ করা হয়েছে। আবেগ, অনুভূতি, প্রশান্তি ও অন্তর্দৃষ্টির উপর প্রভাব বিস্তারকারী গ্রহ হল চন্দ্র। তাই শিবের পাশাপাশি চন্দ্রকে তুষ্ট রাখলে সাফল্য ও সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনিও। কেটে যাবে দুঃখ ও দারিদ্রের অশুভ ছায়া।

Advertisement

বিশেষ কয়েকটি সাধারণ ও সহজ টোটকা পালন করলে সুখ-শান্তি, অর্থ ও ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে বই কমবে না। সাফল্য আপনার ভাগ্যের সঙ্গে জড়িয়ে থাকবে সর্বদা।

সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ মনে ধ্যানে বসতে হবে। সঙ্গে যোগব্যায়াম।

Advertisement

স্নানের পর সূর্যকে জল নিবেদন। সূর্যকে আরাধনা করলে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। মন এবং হৃদয় থেকে সমস্ত বিভ্রান্তি দূর করতে সাহায্য করে সূর্যবন্দনা। জীবনের আঁধার কেটে গিয়ে আলোর ছটা দান করেন সূর্যদেব। ভীরু ভাব কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করবে সূর্য।

সোমবারকে শুভ করার আর একটি উপায় হল শিবলিঙ্গে জল নিবেদন। সোমবারে যদি আপনি শিবলিঙ্গে জল নিবেদন করে তাঁর পূজা করেন, তা হলে ভোলানাথের কৃপায় জীবন থেকে সমস্ত বাধা দূর হবে। এই টোটকা যদি প্রতি সোমবার অনুসরণ করেন তবে অতীতের কর্মফলও শুভ হয়ে উঠবে। চাইলে বিভিন্ন শিবমন্ত্র যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র এবং চন্দ্র মন্ত্রও জপ করতে পারেন।

চন্দ্রের প্রতি শ্রদ্ধা জানাতে সাদা রঙের পোশাক পরুন। তা না হলে যে কোনও হালকা রঙের পোশাক বেছে নিতে পারেন। সাদা রং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। শান্ত করে তুলবে। সোমবার কাজে বেরোনোর আগে নিজের মুখ আয়নায় দেখে তার পর বেরোন।

চন্দ্র যেহেতু জলের প্রতিনিধিত্ব করে তাই এই গ্রহকে শক্তিশালী করতে প্রচুর পরিমাণে জল পান করা উচিত। এ ছাড়াও চাঁদকে সন্তুষ্ট রাখতে মাকে সম্মান জানানো প্রয়োজন। প্রতি দিন মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। মাতৃচরণ বন্দনা করলে চন্দ্র আপনার প্রতি প্রসন্ন হয়ে উঠবে। মাঝেমাঝে সোমবারে বিশেষ কিছু খাবার বা উপহার মায়ের জন্য নিয়ে আসতে হবে।

সোমবার রাতে জলে কয়েক ফোঁটা দুধ যোগ করে চাঁদকে অর্পণ করতে পারেন। এটি মনকে শান্ত করতে, চাপ কমাতে এবং আপনার অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করতে সাহায্য করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement