সহারা কর্তার আর্জি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
আরও চার থেকে ছ’সপ্তাহ তিহাড় জেলের বিশেষ সুবিধা ব্যবহার করতে দিতে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন সহারা কর্তা সুব্রত রায়। তাঁর জামিনের টাকা জোগাড়ের জন্য বিদেশে সম্পত্তি বিক্রি করতে আরও বেশ কয়েক জন উৎসাহীর সঙ্গে কথা বলছে সহারা গোষ্ঠী। সে জন্য কথাবার্তা চালাতে ভিডিও কনফারেন্স-সহ বেশ কিছু সুবিধা প্রয়োজন সহারা কর্ণধারের। আপাতত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বিশেষ ব্যবস্থা ব্যবহার করার অনুমতি রয়েছে তাঁর। তা বাড়াতেই এই আবেদন।
‘গোল্ড-লাইটস ডিভা’-র বিজয়ীরা। পি সি চন্দ্র জুয়েলার্স আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন
৮০টি কলেজের প্রায় ৮ হাজার ছাত্রী। তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হল প্রথম তিন জনকে।-নিজস্ব চিত্র