টুকরো খবর

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশা ছাপাল ইনফোসিসের নিট মুনাফা বৃদ্ধি। ২৮.৬% বেড়ে তা দাঁড়িয়েছে ৩,০৯৬ কোটি টাকা। শেয়ার-পিছু ৩০ টাকা ডিভিডেন্ড এবং বোনাস শেয়ার দেওয়ার কথাও ঘোষণা করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। কিন্তু এ সব কিছুর থেকেও এ দিন শেয়ারহোল্ডারদের সম্ভবত বেশি খুশি করেছে সংস্থার নতুন কর্ণধার বিশাল সিক্কার দিশা নির্দেশ।

Advertisement
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০২:১৬
Share:

প্রত্যাশা টপকে মুনাফা করল সিক্কার ইনফোসিস

Advertisement

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু


স্বস্তির হাসি। বিশাল সিক্কা (মাঝে), সিএফও রাজীব বনশল (ডান দিকে), সিওও প্রবীণ রাও।

Advertisement

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রত্যাশা ছাপাল ইনফোসিসের নিট মুনাফা বৃদ্ধি। ২৮.৬% বেড়ে তা দাঁড়িয়েছে ৩,০৯৬ কোটি টাকা। শেয়ার-পিছু ৩০ টাকা ডিভিডেন্ড এবং বোনাস শেয়ার দেওয়ার কথাও ঘোষণা করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাটি। কিন্তু এ সব কিছুর থেকেও এ দিন শেয়ারহোল্ডারদের সম্ভবত বেশি খুশি করেছে সংস্থার নতুন কর্ণধার বিশাল সিক্কার দিশা নির্দেশ। তিনি জানিয়েছেন, আগামী দিনে আরও বেশি করে উন্নততর প্রযুক্তি পরিষেবার দিকে ঝুঁকবে ইনফোসিস। পা বাড়াবে অধিগ্রহণের দিকে। এমনকী দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে পথপ্রদর্শকের জায়গাও সংস্থাটি ফিরে পাবে বলে দাবি করেন তিনি। সিক্কার ঘোষণায় খুশি শেয়ার বাজারও। ফলে বেড়েছে সংস্থার শেয়ার দর।

পাঁচ মাসে সর্বনিম্ন শিল্প বৃদ্ধি

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

গত অগস্টে পরিকাঠামো ক্ষেত্রের ৫.৮% বৃদ্ধি উজ্জ্বল করেছিল অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকে। আশা করা হয়েছিল, এর হাত ধরে ভাল হবে শিল্পোৎপাদন বৃদ্ধিও। কিন্তু সেই আশায় জল ঢেলে ওই অগস্টেই শিল্প বৃদ্ধির হার নেমে গেল পাঁচ মাসের মধ্যে সব থেকে নীচে, ০.৪ শতাংশে। জুলাইয়ে তা ছিল ০.৪১% (সংশোধিত হার)। পরিস্থিতি শোধরাতে অবিলম্বে কেন্দ্রকে আর্থিক সংস্কারের পথে হাঁটার আর্জি জানিয়েছে উদ্বিগ্ন শিল্পমহল। শুক্রবার কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শিল্প বৃদ্ধির হারকে টেনে নামিয়েছে মূলত উৎপাদন শিল্প ও ভোগ্যপণ্য উৎপাদনের সরাসরি যথাক্রমে ১.৪% ও ৬.৯% কমে যাওয়া। মূলধনী পণ্যের উৎপাদনও সরাসরি কমেছে ১১.৩%। বিশেষজ্ঞদের মতে, ঝিমিয়ে থাকা লগ্নি-পরিবেশ ও ক্রেতা-চাহিদায় ভাটাই এর জন্য দায়ী। তাঁদের বিশেষত, ভাবাচ্ছে উৎপাদন শিল্পের এতখানি সঙ্কোচন। কারণ শিল্প সূচকে তার প্রভাব ৭৫ শতাংশেরও বেশি। ফলে এই ক্ষেত্র এতটা দুর্বল হয়ে পড়লে মার খায় সার্বিক শিল্প-পরিবেশও। সিআইআই সেক্রেটারি জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “লগ্নি পরিবেশ চাঙ্গা করতে ও চাহিদা বাড়াতে পদক্ষেপ জরুরি। অনুমোদিত প্রকল্পগুলি দ্রুত রূপায়িত করতে হবে।” ফিকির এ দিদার সিংহ বলেন, “যখন অর্থনীতি ঘুরে দাঁড়াবে আশা করা হচ্ছে, তখনই কমেছে ভোগ্যপণ্য ও মূলধনী পণ্যের উৎপাদন। এটা চিন্তার।”

কর-মামলায় জয় ভোডাফোনের

সংবাদ সংস্থা • মুম্বই

মূল সংস্থা ব্রিটেনের ভোডাফোন-কে কম দামে রাইট্স শেয়ার হস্তান্তর করে তার ভারতীয় শাখা ভোডাফোন-ইন্ডিয়া ৩,২০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ তুলেছিল কেন্দ্র। কিন্তু শুক্রবার বম্বে হাইকোর্ট রায় দিল, ভোডাফোনের পক্ষেই। জানাল, করের আওতায় পড়ে না ওই লেনদেন। যা এ দেশে কর নিয়ে একাধিক মামলায় জড়িয়ে থাকা ভোডাফোনের কাছে স্বস্তির। ভারতে পা দেওয়ার পর থেকে কেন্দ্রের সঙ্গে একাধিক আইনি লড়াইয়ে জড়িয়েছে ভোডাফোন। ২০০৭-এ হাচিসন কেনার জন্য প্রায় ১২ হাজার কোটি টাকা এবং মূল সংস্থাকে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ভোডাফোনের কাছে ৩,২০০ কোটি টাকা কর দাবি করেছিল ভারত। সেই নিয়েই আইনি লড়াই। যা বিদেশি লগ্নিকারীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রশ্ন ওঠে এ দেশে লগ্নির নিয়ম, কর কাঠামো ও ব্যবসার পরিবেশ নিয়ে। এ দিন অবশ্য রায়কে স্বাগত জানিয়ে সংস্থা বলেছে, তারা বরাবরই দাবি করেছে যে, এই লেনদেন করযোগ্য নয়।

সাম্মানিক পদে ‘না’ নারায়ণমূর্তির

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

ইনফোসিসের চেয়ারম্যান এমেরিটাসের পদ আর নেবেন না বলে জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি। সংস্থা পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে এবং সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত তাঁর। মূর্তি বলেন, “আমি বিশ্বাস করি উদ্ভাবনী চিন্তায়। ২০১১ সালে ওই পদ নিয়েছিলাম। কিন্তু এ বার আর তা চাই না। বরং মিশে যেতে চাই আমজনতার মধ্যে। হতে চাই নিছক শেয়ারহোল্ডার।” এই প্রথম ইনফোসিস পরিচালনায় যুক্ত থাকবেন না তার কোনও প্রতিষ্ঠাতা। সেই পরিস্থিতিতে নতুন কর্ণধার বিশাল সিক্কার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার পথে যে তিনি বাধা হতে চান না, তা বুঝিয়ে দিয়েছেন মূর্তি। সিক্কাও বলেছেন, ‘মূর্তিই চিরকালের মিস্টার ইনফোসিস।”

পড়ল সূচক, টাকা

সংবাদ সংস্থা • মুম্বই

শুক্রবার এক ধাক্কায় প্রায় ৩৪০ পয়েন্ট পড়ে গেল সেনসেক্স। থিতু হল ২৬,২৯৭.৩৮ অঙ্কে। গত দু’সপ্তাহের বেশি সময়ে এটাই সূচকের বৃহত্তম পতন। বাজার সূত্রে খবর, এ দিন সূচক মূলত নামে লাভের টাকা ঘরে তোলার তাগিদে লগ্নিকারীদের শেয়ার বিক্রির জেরে। তাতে ইন্ধন জোগায় এশিয়া-সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শেয়ার বাজারের দুর্বলতা। যার কারণ ইউরোপীয় অঞ্চলের আর্থিক বৃদ্ধি ঘিরে দুশ্চিন্তা ও সেখানে জিনিসপত্রের দাম আশঙ্কাজনক ভাবে পড়তে থাকা। এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও পড়েছে ৩০ পয়সা। এক ডলার দাঁড়ায় ৬১.৩৫ টাকায়।

সেবির নির্দেশ

সংবাদ সংস্থা • মুম্বই

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে (এনএসই) তাদের নিজেদের লেনদেনের প্রযুক্তি ও পদ্ধতি খুঁটিয়ে দেখার নির্দেশ দিল বাজার নিয়ন্ত্রক সেবি। ২০১২ সালের ৫ অক্টোবর এক ঝটকায় ৯২০ পয়েন্ট পড়ে গিয়েছিল ওই এক্সচেঞ্জের সূচক নিফটি। এক লপ্তে অতখানি পতন আটকাতে প্রযুক্তিগত ব্যবস্থা থাকে। কিন্তু তা সত্ত্বেও ওই দিন নিফটি কী ভাবে অতটা পড়ল, তা-ই খতিয়ে দেখতে বলেছে সেবি। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না-ঘটে।


হাতে হাত। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার মার্ক জুকেরবার্গ।

আগ্রহ প্রকাশ করলেন স্বাস্থ্য, শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার। উল্টো দিকে,
ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক যেন জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা না-যায়, জুকেরবার্গকে
তার উপায় খুঁজতে বললেন মোদী। ফেসবুকে তুলে ধরতে বললেন ভারতের পর্যটন সম্ভাবনা।
কথা বললেন দেশের প্রত্যন্ত প্রান্তেও ইন্টারনেট পৌঁছে দেওয়া নিয়ে। আলোচনা হল স্বচ্ছ ভারত প্রকল্প সম্পর্কেও।
ফেসবুক স্রষ্টার প্রতিশ্রুতি, এর জন্য ‘ক্লিন ইন্ডিয়া’ মোবাইল অ্যাপ আনবেন তাঁরা। ছবি: এএফপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement