টুকরো খবর

হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল বিজেপির পক্ষে যাওয়ার প্রত্যাশাতেই শুক্রবার নড়েচড়ে বসে শেয়ার বাজার। এর পরেই শনিবার ডিজেলের দামকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ভোটের রায়ও প্রত্যাশা অনুযায়ী বিজেপির পক্ষে যাওয়ার কথা জানা যায় রবিবার। আর এই জোড়া সুখবরেই সোমবার আরও চাঙ্গা হয়ে উঠল বাজার। এক লাফে সেনসেক্স বাড়ল ৩২১.৩২ পয়েন্ট। থিতু হল ২৬৪২৯.৮৫ অঙ্কে। ডলারে ৮ পয়সা বেড়েছে টাকার দামও। এক ডলার দাঁড়িয়েছে ৬১.৩৬ টাকায়।

Advertisement
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০১:২৫
Share:

বিধানসভা ভোটের ফল ও ডিজেলে নিয়ন্ত্রণ ওঠার জেরে চাঙ্গা বাজার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল বিজেপির পক্ষে যাওয়ার প্রত্যাশাতেই শুক্রবার নড়েচড়ে বসে শেয়ার বাজার। এর পরেই শনিবার ডিজেলের দামকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ভোটের রায়ও প্রত্যাশা অনুযায়ী বিজেপির পক্ষে যাওয়ার কথা জানা যায় রবিবার। আর এই জোড়া সুখবরেই সোমবার আরও চাঙ্গা হয়ে উঠল বাজার। এক লাফে সেনসেক্স বাড়ল ৩২১.৩২ পয়েন্ট। থিতু হল ২৬৪২৯.৮৫ অঙ্কে। ডলারে ৮ পয়সা বেড়েছে টাকার দামও। এক ডলার দাঁড়িয়েছে ৬১.৩৬ টাকায়। ডিজেলের দাম বাজারের হাতে ছাড়া ও দুই নির্বাচনে বিজেপির জয় দু’ভাবে প্রভাবিত করেছে বাজারকে। প্রথমত, তেল সংস্থাগুলির শেয়ার দর বিপুল বেড়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের দর, ৭.২৮%। ভারত পেট্রোলিয়াম বেড়েছে ৪.৫৭% এবং ইন্ডিয়ান অয়েল ৩.৮৪%। কারণ, ভবিষ্যতে আর লোকসানে তেল বেচবে না সংস্থাগুলি। তাদের আর্থিক হাল আরও পোক্ত হবে। দ্বিতীয়ত, লগ্নিকারীদের বিশ্বাস, রাজ্যসভাতেও বিজেপির শক্তি বাড়ায় এ বার কেন্দ্র আরও আর্থিক সংস্কারে উদ্যোগী হবে।

Advertisement

শেয়ার ছাড়ায় সায় অ্যাডল্যাবস-কে

অ্যাডল্যাবস এন্টারটেনমেন্টকে বাজারে প্রথম শেয়ার ছাড়ায় সায় দিল সেবি। ১০ টাকা মূল দামে ২.৩ কোটি শেয়ার ছাড়ার প্রস্তাব দিয়েছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন