টুকরো খবর

সূচকের দৌড় অব্যাহত। শুক্রবারও ২৫৫ পয়েন্ট উঠল সেনসেক্স। পৌঁছল রেকর্ড ২৮,৬৯৩.৯৯ অঙ্কে। যার মূল কারণ, বিশ্ব বাজারে তেলের দাম কমা ও আসন্ন ঋণনীতিতে সুদ কমার আশা। তবে ডলারে ১৬ পয়সা কমে এ দিন প্রায় ন’মাসের মধ্যে সবচেয়ে নীচে নেমেছে টাকা। মার্কিন মুদ্রার দর দাঁড়িয়েছে ৬২.০৩ টাকা।

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০৩:১১
Share:

উঠল সেনসেক্স, পড়ল টাকার দর

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সূচকের দৌড় অব্যাহত। শুক্রবারও ২৫৫ পয়েন্ট উঠল সেনসেক্স। পৌঁছল রেকর্ড ২৮,৬৯৩.৯৯ অঙ্কে। যার মূল কারণ, বিশ্ব বাজারে তেলের দাম কমা ও আসন্ন ঋণনীতিতে সুদ কমার আশা। তবে ডলারে ১৬ পয়সা কমে এ দিন প্রায় ন’মাসের মধ্যে সবচেয়ে নীচে নেমেছে টাকা। মার্কিন মুদ্রার দর দাঁড়িয়েছে ৬২.০৩ টাকা।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫২% অংশীদারি চায় কেন্দ্র

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে অংশীদারি ৫২ শতাংশে নামানোর পরিকল্পনা করছে কেন্দ্র। লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্হা বলেন, সে ক্ষেত্রে রাজকোষে আসবে ৮৯,১২০ কোটি টাকা। কমবে ব্যাঙ্কগুলিতে মূলধন জোগাতে বিপুল বাজেট বরাদ্দের দায়ও। উল্লেখ্য, দু’ডজন ব্যাঙ্কে কেন্দ্রের অংশীদারি ৫৬.২৬% থেকে ৮৮.৬৩%।

সব বিল একত্রে

বিদ্যুৎ, টেলিফোনের বিল থেকে স্কুলের বেতন, সব টাকা একত্রে মেটাতে ভারত বিল পেমেন্ট সিস্টেম চালুর জন্য নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। এর নোডাল বডি এনপিসিআই। বিল সংগ্রহের অনুমোদিত এজেন্ট হতে আবেদনের জন্য নিট সম্পদ থাকতে হবে অন্তত ১০০ কোটি টাকা।

ডিএলএফকে নির্দেশ

ব্যবসায় অনিয়মের অভিযোগে রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফের উপর ৬৩০ কোটি টাকার জরিমানা চাপিয়েছিল প্রতিযোগিতা কমিশন। শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, ১৫ জানুয়ারি থেকে প্রতি মাসে ৭৫ কোটি টাকা করে কিস্তিতে জরিমানার বাকি ৪৮০ কোটি টাকা মেটাতে পারবে সংস্থা। ১৫০ কোটি তারা ইতিমধ্যেই জমা দিয়েছে।

ব্যাঙ্কের সমস্যা

কয়লা ব্লক বাতিলের সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সমস্যায় পড়তে পারে বলে সংসদে জানালেন অর্থ প্রতিমন্ত্রী জয়ন্ত সিন্হা। তাঁর দাবি, সে ক্ষেত্রে প্রায় ৯৬,৫০০ কোটি টাকার ঋণ সময়ে শোধ না-হওয়ার আশঙ্কা রয়েছে।

চাপল জরিমানা

রেটিং সংস্থা কেয়ার বাজারে প্রথম শেয়ার ছাড়ার সময় বিধি ভাঙায় এসবিআই, এডেলওয়াইজ-সহ ছয় সংস্থার মার্চেন্ট ব্যাঙ্কিং শাখাকে ১ কোটি টাকা জরিমানা করল সেবি। জমা দিতে হবে ৪৫ দিনের মধ্যে।

গুগল ভাঙার প্রস্তাব

ইউরোপে গুগলের ব্যবসা ভাঙার প্রস্তাব পাশ হল সেখানকার পার্লামেন্টে। নেটে তথ্য খোঁজায় একচেটিয়া দাপটের সুযোগ নিয়ে গুগলের অনৈতিক সুবিধা পাওয়া আটকাতে তাদের সার্চ ইঞ্জিনকে বাকি ব্যবসা থেকে আলাদা করার প্রস্তাব রয়েছে তাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন