টুকরো খবর

মৃত্যুর তিন বছর পরেও অ্যাপলের হয়ে লড়তে আদালতে ‘হাজির’ হলেন স্টিভ জোবস। ভিডিও ফুটেজে দাবি করলেন, আই-টিউন্স থেকে আই-পডে ডাউনলোড করা গান যদি কোনও ভাবে অন্য কারও কম্পিউটারে চলে যেত, তা হলে রেকর্ড কোম্পানিগুলির কাছে জবাবদিহি করতে হত তাঁদের। পড়তে হত আইনি ঝামেলায়। অ্যাপলের প্রয়াত কর্ণধারের দাবি, ওই ভাবে গান চুরি করতে তখন তৎপর ছিল বহু হ্যাকার। সেই সমস্যা এড়াতেই আই-টিউন্স ছাড়া অন্য কোনও গান আই-পডে ঢুকতে দিতে চাননি তিনি। প্রসঙ্গত, প্রতিযোগিতা আইন ভাঙা নিয়ে মামলা হয় অ্যাপলের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৪ ০১:১৪
Share:

মৃত্যুর পরেও জোবসের সওয়াল অ্যাপলের হয়ে
সংবাদ সংস্থা • নিউ ইয়র্ক

Advertisement

মৃত্যুর তিন বছর পরেও অ্যাপলের হয়ে লড়তে আদালতে ‘হাজির’ হলেন স্টিভ জোবস। ভিডিও ফুটেজে দাবি করলেন, আই-টিউন্স থেকে আই-পডে ডাউনলোড করা গান যদি কোনও ভাবে অন্য কারও কম্পিউটারে চলে যেত, তা হলে রেকর্ড কোম্পানিগুলির কাছে জবাবদিহি করতে হত তাঁদের। পড়তে হত আইনি ঝামেলায়। অ্যাপলের প্রয়াত কর্ণধারের দাবি, ওই ভাবে গান চুরি করতে তখন তৎপর ছিল বহু হ্যাকার। সেই সমস্যা এড়াতেই আই-টিউন্স ছাড়া অন্য কোনও গান আই-পডে ঢুকতে দিতে চাননি তিনি। প্রসঙ্গত, প্রতিযোগিতা আইন ভাঙা নিয়ে মামলা হয় অ্যাপলের বিরুদ্ধে। বিরোধী পক্ষের আইনজীবীদের অভিযোগ, এ ক্ষেত্রেও অ্যাপলকে ‘সামনে থেকে’ নেতৃত্ব দেন জোবস। এর প্রমাণ হিসেবে মার্কিন আদালতের শুনানিতে জোবসের ই-মেল তুলে এনেছেন তাঁরা। দেখান, আই-পডে যাতে অ্যাপলের নিজস্ব ডিজিটাল মিউজিক স্টোর আই-টিউন্স ছাড়া অন্য কোথাও থেকে গান শোনা না-যায়, তা নিশ্চিত করতে ই-মেলে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন প্রয়াত অ্যাপল কর্ণধার। এর পরে শুক্রবার (ভারতীয় সময় গভীর রাতে) পেশ হয় জোবসের এই ভিডিও-বিবৃতি। যা রেকর্ড করা হয়েছিল তিনি মারা যাওয়ার কয়েক মাস আগে।

Advertisement

আকরিক লোহা উত্তোলন বাড়াচ্ছে এন এম ডি সি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আগামী ২০২৪-’২৫ অর্থবর্ষে ১০ কোটি টন আকরিক লোহা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এন এম ডি সি)। সিআইআই-এর আন্তর্জাতিক খনি সম্মেলনে এ কথা জানান সংস্থার সিএমডি নরেন্দ্র কোঠারি। গত অর্থবর্ষে ৩ কোটি টন আকরিক লোহা উত্তোলনের পরে এ বছর ৩.২ কোটি টন উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। কোঠারি জানান, ২০১৮-’১৯-এ তা বেড়ে হবে ৬ কোটি টন। আর ২০২৪-’২৫-এ ১০ কোটি টন। সেই লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা আগামী মার্চের মধ্যে চূড়ান্ত করবেন তাঁরা। ১০ কোটি টনের মধ্যে ৯ কোটি টন উত্তোলন করা হবে দেশেই। বাকিটা আমদানি করা হবে। বস্তারে একটি ইস্পাত প্রকল্পও গড়ছে সংস্থা। কোঠারি জানান, ২০১৬-র শেষে সেটি বাণিজ্যিক ভাবে চালু হবে।

পাটশিল্পকে বাঁচাতে ইউনিয়নের সহায়তা চান চটকল মালিকরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

কেন্দ্র পাটশিল্পের ক্ষেত্রে সংরক্ষণের আইন শিথিল করতে উদ্যোগী। খাদ্যশস্য প্যাকেজিং-এ চটের বস্তার বাধ্যতামূলক ব্যবহার নিয়ে জুট প্যাকেজিং মেটিরিয়াল (জেপিএম) আইনে এই সংরক্ষণ বহাল রয়েছে। তা বাতিল হলে চটকল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই। সেই কারণেই বিষয়টি ঠেকাতে কর্মী ইউনিয়নের সহায়তা চান মালিকরা।চটকল মালিকদের সংগঠন আইজেএমএ-র চেয়ারম্যান রাঘব গুপ্ত ও অন্য পদাধিকারীরা ২২টি কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিষয়টি নিয়ে সম্প্রতি বৈঠক করেন। মালিকদের বক্তব্য, এই শিল্পের সংরক্ষণ আইন শিথিল করার কেন্দ্রীয় প্রস্তাব কার্যকর হলে এর সঙ্গে সংযুক্ত প্রায় ২ কোটি মানুষের জীবিকা বিপন্ন হয়ে পড়বে এই সিদ্ধান্তের মোকাবিলায় তাই শ্রমিক ইউনিয়নগুলির সহযোগিতা চায় মালিকপক্ষ। ৯ ডিসেম্বর এই সংরক্ষণ আইন নিয়ে কেন্দ্রের সমীক্ষা ও সিদ্ধান্ত জানাতে দিল্লিতে বস্ত্র মন্ত্রক বৈঠক ডেকেছে। সেখানে রাজ্যের মুখ্য সচিব স্তরের অফিসারদের আমন্ত্রণ জানানো হয়েছে। তার আগে জুট কমিশনার সুব্রত গুপ্ত চটকল মালিকদের ডেকে আসন্ন বৈঠকের বিষয়ে জানান। চটকলে শুধু বস্তা নয়, কেন্দ্র যে ভিন্ন ধরনের পণ্য উৎপাদনের ব্যবস্থাও চায়, সেই বিষয়টি মালিকদের অবহিত করা হয়। যদিও আইজেএমএ নেতৃত্ব শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে জানান, কেন্দ্র যদি জেপিএম আইনে নির্দিষ্ট সংরক্ষণের পরিমাণ এক ধাক্কায় অনেকটা হ্রাস করে, তা হলে চটকলগুলি বন্ধ করা ছাড়া গতি নেই। কারণ ভিন্ন ধরনের পণ্য উৎপাদন এখনই এত বেশি বাড়ানো সম্ভব নয়। দু’পক্ষের আলোচনায় স্থির হয়েছে, পাটশিল্পকে বাঁচাতে মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি প্রত্যেকের কাছে যাবেন তাঁরা।

কর্মী কল্যাণে

কর্মীদের স্বাস্থ্য ও সার্বিক ভাবে তাঁদের ভাল থাকার দিকে নজর দেওয়ার উপর ভিত্তি করে কোন সংস্থার স্থান কোথায়, যৌথ উদ্যোগে তার তালিকা প্রকাশ করল চেস্টনাট গ্লোবাল পার্টনার্স ইন্ডিয়া এবং সোসাইটি ফর হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্ট ইন্ডিয়া। সংস্থাগুলির মধ্যে প্রথম স্থানে আছে প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল। এর পরে রয়েছে যথাক্রমে সিটি গ্রুপ, স্যাপ ল্যাবস ইন্ডিয়া, হিউলেট প্যাকার্ড ইন্ডিয়া ইত্যাদি সংস্থা।

সমাজ উন্নয়নে

পূর্বাঞ্চলের পাঁচ রাজ্যের স্কুলগুলিতে ২,০০০ শৌচাগার তৈরি করবে বণিকসভা সিআইআই। সমাজ উন্নয়নে দায়বদ্ধতার কর্মসূচির অঙ্গ হিসেবে ২০১৬-র মার্চের মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার এবং ছত্তীসগঢ়ে ওই শৌচাগারগুলি গড়া হবে। সিআইআইয়ের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান বীরেশ ওবেরয় সম্প্রতি কলকাতায় এক বৈঠকে এ কথা জানান।

গৃহস্থালির পণ্য

ব্যবসা বাড়াতে ঘর পরিষ্কার করার সাবান, ফিনাইল ইত্যাদি আনল ক্লিনেক্স হোম কেয়ার। এর সঙ্গে ক্রেতাদের জন্য বিশেষ স্বর্ণবর্ষা প্রকল্পও চালু করেছে সংস্থা। তাদের গৃহস্থালির সামগ্রী কিনলে রয়েছে বিভিন্ন উপহার জেতার সুযোগ।

জুতোর সম্ভার

দেশের বাজারে জুতোর নতুন সম্ভার আনল পেভার্স ইংল্যান্ড। শহরে ফোরাম মলে সংস্থার বিপণিতে এগুলি পাওয়া যাবে। যার মধ্যে আছে মহিলা ও পুরুষদের জন্য আধুনিক নকশার জুতো। দাম শুরু ২,৪৯৯ টাকা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement