মহিলা ডিরেক্টর নেই কেন, খাঁড়ার মুখে ৫৩০ কোম্পানি

কোম্পানির কোনও মহিলা ডিরেক্টর নেই। সেই কারণে কোম্পানির মোটা টাকা জরিমানা করল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। একটি দু’টি নয়, এ রকম ৫৩০টি কোম্পানির জরিমানা করা হয়েছে। বুধবার বিএসই-র এক আধিকারিক এ কথা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ১৮:০৮
Share:

কোম্পানির কোনও মহিলা ডিরেক্টর নেই। সেই কারণে কোম্পানির মোটা টাকা জরিমানা করল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। একটি দু’টি নয়, এ রকম ৫৩০টি কোম্পানির জরিমানা করা হয়েছে। বুধবার বিএসই-র এক আধিকারিক এ কথা জানিয়েছেন।

Advertisement

আগেই বিএসই ওই কোম্পানিগুলিকে সতর্ক করেছিল। এমনকী, ডিরেক্টর নিয়োগের চূড়ান্ত দিনও ঠিক করে দিয়েছিল। জানানো হয়েছিল, নির্ধারিত ওই দিনের মধ্যে তাদের মহিলা ডিরেক্টর নিয়োগ করতেই হবে। কিন্তু, সেই ডেডলাইন না মানায় এ বার জরিমানা করা হল কোম্পানিগুলিকে।

গত বছর সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) নির্দেশ দিয়েছিল, কোনও কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস্-এ অন্তত এক জন মহিলা ডিরেক্টর থাকতেই হবে। এ বছরের ১ এপ্রিলের মধ্যে এই নির্দেশ না মানা হলে তার ফল যে ভাল হবে না, হাজারখানেক কোম্পানিকে এ বিষয়ে সতর্কও করেছিল সেবি। বিএসই-র তরফে জানানো হয়েছে, যে সমস্ত কোম্পানি ওই নির্দেশ মানতে ব্যর্থ হয়েছে সেবির নিয়ম অনুযায়ী তাদের ৫০ হাজার টাকা থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হবে। আগামী ১ অক্টোবরের মধ্যে না জমা দিলে তার পর থেকে প্রতি দিন ৫ হাজার টাকা করে বাড়তি জরিমানা দিতে হবে কোম্পানিগুলিকে।

Advertisement

বিএসই-র ওই আধিকারিক জানিয়েছেন, সেবির নির্দেশ মেনে এ দিন পর্যন্ত ৫৩০টি কোম্পানিকে জরিমানা সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তাদের জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মহিলা ডিরেক্টর না নিয়োগ করাতেই এই জরিমানা।

ওই আধিকারিক জানিয়েছেন, মোট ৫ হাজার ৭১১টি কোম্পানি বিএসই-র তালিকাভুক্ত রয়েছে। তার মধ্যে কোন কোন কোম্পানিকে জরিমানা সংক্রান্ত চিঠি ধরানো হয়েছে, তা জানাতে চাননি তিনি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-ও ২৬০টি কোম্পানিকে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। যাদের অনেকগুলিই আবার বিএসই-র তালিকাভুক্ত। এনএসই-র এক আধাকারিক জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা না জমা দিলে এবং মহিলা ডিরেক্টর নিয়োগ না করলে ওই কোম্পানিগুলির বিরুদ্ধে অন্য ব্যবস্থাও নিতে পারে সেবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন