BSE SENSEX

BSE SENSEX: সূচক ৬২ হাজারের পথে

যদিও অনেকে বলছেন, তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি ও বহু শেয়ারের দামে কৃত্রিম উত্থানের মধ্যে শুধু আশার বশে এমন রকেট গতির উত্থান বেশ ঝুঁকির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৫:৩৯
Share:

ফাইল চিত্র।

সেনসেক্স সোমবারই ৬২ হাজার পেরিয়ে যাবে, দুপুরের দিকে এটা ধরেই নিয়েছিলেন লগ্নিকারীরা। তখন সূচকের পা ৬১,৯৬৩ অঙ্কে। শেষ পর্যন্ত অবশ্য ওই উচ্চতায় সে স্থায়ী হয়নি। তবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ৬২ হাজারের মাইলফলক পেরোতে বেশি সময় নেবে না। এ দিন ৪৫৯.৬৪ পয়েন্ট উঠে সেনসেক্স এই প্রথম থেমেছে ৬১,৭৬৫.৫৯ অঙ্কে। একই ভাবে ১৩৮.৫০ পয়েন্ট উঠে নিফ্‌টি-ও দৌড় শেষ করেছে ১৮,৪৭৭.০৫ অঙ্কে। যা তার উচ্চতার নতুন রেকর্ড। চোখ এ বার ১৯ হাজারের দিকে।

Advertisement

বিশ্বের অধিকাংশ বাজার এ দিন পড়েছে। যার মূল কারণ জুলাই-সেপ্টেম্বরে চিনে জিডিপি বৃদ্ধির হার প্রত্যাশার অনেক নীচে থাকা (৪.৯%)। তবে ভারতে সূচকের উত্থানের পথে তা কাঁটা হয়ে দাঁড়াতে পারেনি। এই নিয়ে সাত দিন ধরে লাগাতার চড়ছে এ দেশের বাজার। বিশেষজ্ঞদের মতে, মিউচুয়াল ফান্ডগুলিতে বহু মানুষ প্রচুর টাকা লগ্নি করছেন। সেই টাকা ফান্ডগুলি ঢালছে শেয়ারে। এ ভাবে এত বিপুল নগদ বাজারে ঢুকছে যে সংশোধন হওয়ারও জো নেই। সঙ্গে যোগ হয়েছে করোনার সমস্যা কাটিয়ে অর্থনীতির দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা।

যদিও অনেকে বলছেন, তৃতীয় ঢেউয়ের চোখরাঙানি ও বহু শেয়ারের দামে কৃত্রিম উত্থানের মধ্যে শুধু আশার বশে এমন রকেট গতির উত্থান বেশ ঝুঁকির। দেকো সিকিউরিটিজ়ের কর্ণধার অজিত দে-র অবশ্য বক্তব্য ‘‘এখন অধিকাংশ শিল্পের অবস্থাই ভাল। যার প্রমাণ আগাম কর বা জিএসটি আদায় বৃদ্ধি। জুলাই-সেপ্টেম্বরে এখনও পর্যন্ত
বিভিন্ন সংস্থা ভাল আর্থিক ফল করেছে। আশা, পরের ছ’মাসে সার্বিক ভাবে সংস্থাগুলি আরও ভাল করবে। সেটা যদি হয়, তা হলে শেয়ারের দামে কৃত্রিমতা আছে বলে যাঁরা মনে করছেন, তাঁরা মত পাল্টাবেন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন