BSE SENSEX

৮১ হাজার ছুঁয়ে নামল সেনসেক্স

যদিও শেষ বাজারে শেয়ার বিক্রির চাপে তা ধরে রাখা যায়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ০৭:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের শীতলতা বাড়লেও ভারতের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে টাকাও।

সোমবার সেনসেক্স ২৯৪.৮৫ পয়েন্ট উঠে ৮০,৭৯৩.৮৪ অঙ্কে পৌঁছেছে। লেনদেনের মধ্যবর্তী একটা সময়ে তা ৫৪৭.০৪ পয়েন্ট বেড়ে ৮১,০৪৯.০৩ অঙ্ক ছুঁয়ে ফেলে। যদিও শেষ বাজারে শেয়ার বিক্রির চাপে তা ধরে রাখা যায়নি। নিফ্‌টি ১১৪.৪৫ পয়েন্ট বেড়ে হয়েছে ২৪,৪৬১.১৫। দু’টিই চার মাসের এবং চলতি ক্যালেন্ডারবর্ষের সর্বোচ্চ। এ দিন বিএসই-তে নথিভুক্ত ছোট শেয়ারগুলির সূচক ১.২৩% এবং মাঝারি শেয়ারগুলির সূচক ১.৪৫% বেড়েছে। ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার ধারাবাহিক উন্নতিও অব্যাহত। ১ ডলারের দাম ২৭ পয়সা কমে হয়েছে ৮৪.৩০ টাকা।

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলছেন, ‘‘আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় আশার ইঙ্গিত পাচ্ছেন লগ্নিকারীরা। আমেরিকা এবং চিনও নিজেদের মধ্যে বোঝাপড়ায় আসতে পারবে বলে তাঁদের আশা। তা ছাড়া বিভিন্ন রিপোর্ট বলছে, এ বছর রিজ়ার্ভ ব্যাঙ্ক অনেকটা সুদ কমাতে পারে। যা শিল্পের পুঁজি সংগ্রহের খরচ কমাবে। বাড়াবে সাধারণ ক্রেতাদের খরচের ক্ষমতা। এই সমস্ত কারণেই সূচক ঊর্ধ্বমুখী।’’ তবে আশিসের সতর্কবার্তা, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের আশঙ্কা বাড়লে বাজারে তার বিরূপ প্রভাব পড়বে। সে ক্ষেত্রে কিছুটা সংশোধনও হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন