ফোকলোর পড়ার খুঁটিনাটি। ছবি: এআই।
লোকসংস্কৃতি নিয়ে চর্চা বিশ্ব জুড়ে। বাউল, পুতুলনাচ, ছৌ, ঝুমুর-সহ লোকসংস্কৃতির নানা দিক নিয়ে গবেষণাও করছেন বহু পড়ুয়া। তবে গবেষণার আগে এই বিষয় নিয়ে উচ্চস্তরের পড়াশোনা করার প্রয়োজন হয়। ‘ফোকলোর’ বা লোককথা পড়ার সুযোগ রয়েছে রাজ্যের বেশ কিছু প্রতিষ্ঠানে। এই প্রতিবেদনে রইল তারই খুঁটিনাটি।
রাজ্যের কোন প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে?
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফোকলোর বিভাগ রয়েছে। স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যেতে পারে। ইতিহাস, বাংলা, নৃতত্ত্ববিদ্যা, সমাজবিদ্যা বিষয়ে স্নাতক হলে ওই বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যাবে। কল্যাণী বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রতিষ্ঠানের তরফে শিক্ষা দফতরের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে, যাতে স্কুল স্তর থেকেই এই বিষয়ে পড়ানো হয়। এখনও সদুত্তর না পাওয়া গেলেও প্রতিষ্ঠান আশাবাদী।
এ ছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতীতে স্নাতক স্তরে ‘স্পেশাল পেপার’ হিসাবে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও, অসম বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, কেরল বিশ্ববিদ্যালয়, মাইসোর বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়-সহ দেশের মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠানে ফোকলোর পড়ানো হয়।
কী পড়তে হয়?
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী, ফোকলোরের নানা বিষয় নিয়ে পড়ানো হয়। লোকসংস্কৃতির প্রবাদ-প্রবচন, ধাঁধা, লোকছড়া ও লোককবিতা, পালাগান-সহ আরও বিষয়ের উপর গবেষণাভিত্তিক পাঠ দেওয়া হয়। বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লোকবাদ্যযন্ত্র, যাত্রা, পুতুলনাচ, পটচিত্র, কাঁথাশিল্প, মৃৎশিল্প ও অন্যান্য হস্তশিল্প বিষয়ের উপরে ব্যবহারিক ক্লাস করানোর মধ্যে দিয়ে পড়ানো হয়। মূলত মানুষের জীবন, বিশ্বাস, শিল্প, সংস্কৃতি নিয়েই পড়াশোনা করতে হয় ফোকলোর-এ।
কাজের সুযোগ কী কী
এই বিষয় নিয়ে পড়ার পরে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবং স্টেট এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হয়ে অধ্যাপনার সুযোগ রয়েছে।
বিশ্ব জুড়ে নানা প্রতিষ্ঠানে লোকসংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হচ্ছে। সেই সকল প্রতিষ্ঠানে প্রজেক্ট ফেলো, রিসার্চ স্কলার হিসাবেও নিযুক্ত হয়ে গবেষণার কাজ করা যেতে পারে।
এ ছাড়াও ভারতীয় জাদুঘর-সহ বিভিন্ন সংস্থায় কালচারাল অফিসার, সংরক্ষণাগারিক, কিউরেটর পদেও চাকরির সুযোগ থাকে।
নানা স্বেচ্ছাসেবী সংস্থায় প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ফিল্ড রিসার্চার পদেও কাজের সুযোগ থাকে।