মার্কিন-চিন আলোচনার আশায় মুখ তুলল সূচক

বিশেষজ্ঞদের দাবি, শুল্ক যুদ্ধে ইতি টানার লক্ষ্যে মার্কিন-চিন আগামী সপ্তাহেই আলোচনায় বসবে, এই খবরই মূলত জ্বালানি জুগিয়েছে বাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৯ ০৬:১৪
Share:

দিনের শেষে মুখ উপরের দিকে তুলেই সপ্তাহের শেষ লেনদেনে দাঁড়ি টানল সেনসেক্স।

আগের দিন এক ধাক্কায় নেমেছিল ৩৭৮ পয়েন্ট। শুক্রবারও দিনভর চলেছে দ্রুত ওঠানামা। প্রায় ৩৫০ পয়েন্ট। তবে দিনের শেষে মুখ উপরের দিকে তুলেই সপ্তাহের শেষ লেনদেনে দাঁড়ি টানল সেনসেক্স। ১৮১.৩৯ পয়েন্ট বেড়ে থামল ৩৫,৬৯৫.১০ অঙ্কে। নিফ্‌টি ৫৫.১০ এগিয়ে ১০,৭২৭.৩৫-তে।

Advertisement

বিশেষজ্ঞদের দাবি, শুল্ক যুদ্ধে ইতি টানার লক্ষ্যে মার্কিন-চিন আগামী সপ্তাহেই আলোচনায় বসবে, এই খবরই মূলত জ্বালানি জুগিয়েছে বাজারে। বেজিংয়ের সঙ্গে মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে চুক্তির পথে এগোতে ফের চিনে সরকারি দল পাঠাচ্ছে ওয়াশিংটন। এই খবরে বিশ্বের অধিকাংশ শেয়ার সূচকই উঠেছে এ দিন। যার প্রভাব পড়েছে ভারতেও। তবে শেয়ার বাজার তেজী থাকার সম্ভাবনা তেমন আছে বলে মনে করছেন না অনেকেই।

স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখের দাবি, ‘‘এই মুহূর্তে বাজারকে চাঙ্গা করার মতো কোনও উপাদান চোখে পড়ছে না। বরং আমার আশঙ্কা সূচক আরও অনেকটা পড়তে পারে। তা ছাড়া সামনে লোকসভা ভোট ঘিরে অনিশ্চয়তা তো আছেই।’’

Advertisement

সাপ্তাহিক হিসাবে সেটা হয়েছেও। পাঁচ দিনে সেনসেক্স পড়েছে ৩৮১.৬২। নিফ্‌টি ১৩২.৫৫। এ দিনও লেনদেনের শুরুতে নামছিল বাজার। পরে মার্কিন-চিন বৈঠকের খবর ছড়ানোয় এবং এতে উৎসাহিত লগ্নিকারীরা পড়তি বাজারে শেয়ার কিনতে নামায় পাল্টায় ছবি। ডলারে উঠেছে টাকার দামও। ৪৮ পয়সা পড়ে মার্কিন মুদ্রা নেমেছে ৬৯.৭২ টাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন