প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তম শ্রেণির এক ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল আমতার খড়দা গ্রামে। সোনাময়ী ফতে সিংহ নাহার উচ্চ বিদ্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত শুক্রবার, অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে অভিযুক্ত ছাত্রের ঝগড়া ও হাতাহাতিকে কেন্দ্র করে। অভিযোগ অষ্টম শ্রেণির সেই ছাত্রকে ভয় দেখানোর জন্য পরের দিন স্কুলব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে যায় অভিযুক্ত ছাত্র। সেই ঘটনার কথা জানাজানি হতেই, উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের বাকি ছাত্রদের মধ্যে। স্কুলের এক শিক্ষক বিষয়টি প্রধানশিক্ষককে জানালে তিনি আমতা থানায় খবর দেন। পরে পুলিশ এসে ওই অভিযুক্ত ছাত্রের কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। বিদ্যালয়ের তরফ থেকে ডেকে পাঠানো হয় ওই দুই ছাত্রের অভিভাভকদের।
এর পরেই অভিযুক্ত ছাত্রের শাস্তির দাবিতে স্কুলে বিক্ষোভে শামিল হন অভিভাবক এবং বিজেপি কর্মীরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ফলে স্কুলে আটকা পড়ে যান শিক্ষকেরা। পরে আমতা থানার বিরাট পুলিশ বাহিনী এবং ব়্যাফ এসে পরিস্থিতি সামাল দেয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি পাখি শিকার করার। সরেজমিনে তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।