চলতি বছরের শেষেই আসছে বিএসএনএল ৪জি

এ বছরের শেষে পশ্চিমবঙ্গে ৪জি পরিষেবা চালু করতে চায় বিএসনএল।সংস্থা সূত্রের খবর, দু’এক মাসের মধ্যে প্রথম পর্যায়ে দেশে বাছাই করা কিছু জায়গায় এই পরিষেবা চালুর জন্য যন্ত্রাংশ জোগানের দরপত্র নেওয়া ও বরাত দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Advertisement

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০৩:২১
Share:

এ বছরের শেষে পশ্চিমবঙ্গে ৪জি পরিষেবা চালু করতে চায় বিএসনএল।

Advertisement

সংস্থা সূত্রের খবর, দু’এক মাসের মধ্যে প্রথম পর্যায়ে দেশে বাছাই করা কিছু জায়গায় এই পরিষেবা চালুর জন্য যন্ত্রাংশ জোগানের দরপত্র নেওয়া ও বরাত দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেই সব যন্ত্রাংশ এলে তা বসানো ও পরীক্ষা-নিরীক্ষা সেরে বছর শেষে কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলে ৪জি চালুর ব্যাপারে আশাবাদী বি এস এন এলের ওই দুই শাখার কর্তারা।

এখন দেশ জুড়ে ‘ফেজ-৭’ প্রকল্পে ২জি ও ৩জি পরিষেবা উন্নত করার কাজ চালাচ্ছে সংস্থা। ২০১৭-’১৮ সালে প্রথম পর্যায়ে দেশের কিছু নির্দিষ্ট সার্কেলে ‘ফেজ-৮’ প্রকল্পে ২১০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রামের মাধ্যমে ৪জি পরিষেবা চালু হওয়ার কথা। সরকারি সূত্রে খবর, এ জন্য প্রায় ১০ হাজার ‘নোড-বি’ যন্ত্রাংশ কিনবে সংস্থা। নোড-বি কার্যত চালু বিটিএস (বেস ট্রান্সিভার স্টেশন)-এর নামান্তর। সাধারণ ভাবে জিএসএম বা সিডিএমএ-র ২জি পরিষেবায় প্রয়োজনীয় পরিকাঠামো হল বিটিএস। ৩জি ও আরও উন্নত পরিষেবায় সেটিই নোড-বি বলে পরিচিত। অ্যান্টেনা-র মাধ্যমে বাতাসে মোবাইল পরিষেবার ‘সিগন্যাল’ ও তথ্য ছড়িয়ে দেওয়াই ওই দুই মূল পরিকাঠামোর কাজ। দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্বাচিত সংস্থাকে প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরির বরাত দেবে বিএসএনএল।

Advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য প্রাইম অফারের সময় বাড়াতে চলেছে জিও

তবে ৪জি চালুর আগে কলকাতার কিছু জায়গায় ওয়াই-ফাই পরিষেবা দিতে ‘হট-স্পট’ গড়বে ক্যালকাটা টেলিফোন্স। কোথায় তা লাভজনক হবে তা চিহ্নিত করতে বড় বাড়ি, অফিস বা মলে সমীক্ষা চালাচ্ছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন