—প্রতীকী চিত্র।
গত অর্থবর্ষের শেষ দুই ত্রৈমাসিকে মুনাফা করেছিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। কিন্তু দেশজুড়ে ৪জি পরিষেবা চালু হতেই সেই ছবি উল্টে গিয়েছে। গত জুলাই-সেপ্টেম্বরে তাদের ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে ১৩৫৭ কোটি টাকা। এপ্রিল-জুনেও ১০৪৮ কোটি টাকা ক্ষতি হয়েছিল সংস্থাটির।
২০২৪-২৫ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বরে বিএসএনএল ২৬২ কোটি টাকা মুনাফা করেছিল। জানুয়ারি-মার্চে লাভ হয়েছিল ২৮০ কোটি। দীর্ঘ ১৮ বছর বাদে মুনাফার মুখ দেখেছিল সংস্থা। টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আশাপ্রকাশ করেছিলেন, এ বার সংস্থাটি ইতিবাচক পথেই এগোবে। কিন্তু হল উল্টো। অবশ্য গত ত্রৈমাসিকে সংস্থার আয় ৬.৬% বেড়ে ৫১৬৭ কোটি টাকা হয়েছে। গ্রাহক প্রতি আয়ও সামান্য বেড়ে হয়েছে ৯১ টাকা। চলতি অর্থবর্ষে বিএসএনএলের ব্যবসার লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয়েছে ২৭,৫০০ কোটি টাকা। গত অর্থবর্ষে যা ছিল ২৩,০০০ কোটি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে