আংশিক বকেয়া মেটাল বিএসএনএল

বিএসএনএল আর্থিক সঙ্কটে পড়ায় তাদের সহযোগী সংস্থা ও ঠিকাদারদের পাওনা বকেয়া পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৪:৪০
Share:

প্রতীকী ছবি।

বিভিন্ন সহযোগী সংস্থা (ভেন্ডার) ও ঠিকাদারদের প্রাপ্য বকেয়ার কিছুটা, প্রায় ১৭০০ কোটি টাকা মিটিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। পাশাপাশি, সংস্থাটির স্থায়ী কর্মী-আধিকারিকদের বকেয়া থাকা নভেম্বরের বেতনের অর্থও সোমবার বরাদ্দ করেছেন কর্তৃপক্ষ।

Advertisement

বিএসএনএল আর্থিক সঙ্কটে পড়ায় তাদের সহযোগী সংস্থা ও ঠিকাদারদের পাওনা বকেয়া পড়েছে। বাড়ি ভাড়া বা বিদ্যুতের বিল পুরোপুরি মেটাতেও সমস্যায় পড়েছে সংস্থাটি। বিএসএনএলের সিএমডি পি কে পুরওয়ার জানান, সহযোগী সংস্থা ও ঠিকাদারদের ১৭০০ কোটি টাকা মেটানো হয়েছে। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।

পাশাপাশি এ দিনই সংস্থাটির স্থায়ী কর্মী-আধিকারিকদের বেতনের অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান সিএমডি। সংস্থা সূত্রের খবর, সদর দফতরের ওই অনুমোদন মেলায় আজ, মঙ্গলবার কর্মী-আধিকারিকদের অ্যাকাউন্টে তাঁদের বেতন জমা হওয়ার কথা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন