পড়েও সামাল সূচকের

লাভে করের কোপে হতাশ শেয়ার বাজার

কর বাদে বাজেটে অন্যান্য ঘোষণাও বাজারকে উৎসাহিত করবে বলে মত একাংশের। বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘গ্রাম, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষায় মোটা বরাদ্দ হয়েছে।

Advertisement

প্রজ্ঞানন্দ চৌধুরী

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৯
Share:

জল্পনা ছিলই। দেওয়াল লিখন স্পষ্টও হয়েছিল আর্থিক সমীক্ষায়। শেষমেশ বাজেটে তেমনটাই করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কর বসল শেয়ারে দীর্ঘ মেয়াদি মূলধনী লাভের উপর। পাশাপাশি, করের আওতায় আনা হল শেয়ার ভিত্তিক (ইকুইটি) মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড বণ্টনকেও।

Advertisement

তবে বিশেষজ্ঞদের মতে, বাজার সাময়িক পড়লেও, দীর্ঘ মেয়াদে এই করের বিরূপ প্রভাব লেনদেনে পড়বে না। বরং বাজেটে পরিকাঠামো ও গ্রামীণ বিকাশের জন্য যে-সব ঘোষণা হয়েছে, তা বাজারকে আরও চাঙ্গা হতে সাহায্য করবে।

বিশেষজ্ঞদের ধারণা কিছুটা ঠিক প্রমাণ করে বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কর ঘোষণার পরেই সেনসেক্স ৪৬০ পয়েন্টের বেশি পড়ে যায়। শেষে অবশ্য তা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ৫৮.৩৬ পয়েন্ট নেমে থেমেছে ৩৫,৯০৬.৬৬ অঙ্কে। নিফ্‌টিও দিনের শেষে মাত্র ১০.৮০ পয়েন্ট পড়ে থিতু হয় ১১,০১৬.৯০ অঙ্কে।

Advertisement

আরও পড়ুন: গরিবকে বিমা, কর্পোরেটকে ছাড়, মধ্যবিত্ত কী পেল? দেখে নিন বিশ্লেষণ

বাজার যে দীর্ঘ মেয়াদে প্রভাবিত হবে না, তা নিয়ে প্রায় একমত বিশেষজ্ঞরা। সিআইআই পূর্বাঞ্চল শাখার প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘‘শেয়ারের দাম দ্রুত বাড়ায় এমনিতেই দীর্ঘ মেয়াদে লাভ বেড়েছে। তাই তাতে কর বসানোর সুযোগ কাজে লাগালেন অর্থমন্ত্রী।’’ স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যন কমল পারেখের মতে, ১ লক্ষ টাকার বেশি মুনাফা হলে কর দিতে হবে। ফলে ছোট লগ্নিকারীদের ক্ষতির সম্ভাবনা কম। আবার আইসি আইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি-সিইও নিমেষ শাহের কথায়, ‘‘এমন ভাবে ওই কর বসানো হয়েছে, যা বাজারকে তেমন নাড়া দেবে না।’’

বদল কোথায়

নথিভুক্ত সংস্থার শেয়ার ১ বছরের বেশি ধরে রেখে ১ লক্ষ টাকার বেশি মুনাফা হলে বসবে ১০ শতাংশ দীর্ঘ মেয়াদি মূলধনী লাভ-কর

মূল্যবৃদ্ধির হার বাদ যাওয়ার (ইন্ডেক্সেশন) সুবিধা নেই

কর হিসেব হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারির পর থেকে

ওই দিনের আগে হওয়া মুনাফায় কর বসবে না

বদল নেই স্বল্প মেয়াদি মূলধনী লাভ-করে। তা বহাল আগের ১৫ শতাংশেই

ইকুইটি মিউচুয়াল ফান্ডে ১০% ডিভিডেন্ড বণ্টন কর

কর বাদে বাজেটে অন্যান্য ঘোষণাও বাজারকে উৎসাহিত করবে বলে মত একাংশের। বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘গ্রাম, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো ও সামাজিক সুরক্ষায় মোটা বরাদ্দ হয়েছে। যা কার্যকর হলে ভাল প্রভাব পড়বে বাজারে।’’ বাজেট ইস্পাত, সিমেন্ট, ওষুধ ইত্যাদি শিল্পকে চাঙ্গা করতে সাহায্য করবে, মত ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিকের।

তবে অনেকের আশঙ্কা, চড়া বাজারে মুনাফার উপর আরও কিছু ক্ষেত্রে কর বসতে পারে। সে ক্ষেত্রে বাজার কোন পথে যায়, নজর থাকবে সে দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন