Godrej Prakriti

গোদরেজ প্রকৃতি: স্বপ্নের বাড়ি এ বার হাতের নাগালে

বিটি রোডের ধারে সবুজে ঘেরা ২২ একরের বেশি জমি।  সেখানেই গোদরেজ প্রকৃতি গড়ে তুলেছে ২৮০০-এর বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টস।

Advertisement

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ১৮:৩৪
Share:

বিজ্ঞাপন চিত্র।

বছরের শেষ বেলায় আপনার বাড়ি কেনার স্বপ্নপূরণ করতে অবিশ্বাস্য এক অফার নিয়ে এল গোদরেজ প্রকৃতি। আজই কিনে নিন আপনার স্বপ্নের বাড়ি। খুশিতে আপনার পাশাপাশি ভরিয়ে তুলুন পরিবারের জীবন।

Advertisement

এই প্রথম উত্তর কলকাতার বিটি রোডের ধারে গোদরেজ প্রকৃতি নিয়ে এল তাদের সিগনেচার হোম। আর শুধু বাড়িই নয়, এ বার বাড়ি কিনলে আপনি পাবেন আরও অনেক কিছু।

বিটি রোডের ধারে সবুজে ঘেরা ২২ একরের বেশি জমি। সেখানেই গোদরেজ প্রকৃতি গড়ে তুলেছে ২৮০০-এর বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টস। যা আপনাকে দেবে বিশ্বমানের স্বাচ্ছন্দ্য। সঙ্গে আপনি পাবেন অনেক সুযোগ-সুবিধাও। যেমন, বাড়ি কিনলেই আপনি পেয়ে যাবেন আসবাবপত্রে সুসজ্জিত ঘর। সঙ্গে হাই সিকিউরিটি।
শুধু তাই নয়, একই সঙ্গে আপনি পাবেন প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগও। কোনও ক্লান্ত দিনের শেষে যা আপনাকে দেবে সম্পূর্ণ রিফ্রেশমেন্ট।

Advertisement

সিগনেচার হোমস:
গোদরেজের সিগনেচার অ্যাপার্টমেন্টসগুলির মধ্যে আপনি গোদরেজ প্রকৃতির যে কোনও ফ্ল্যাট কিনতে পারেন। প্রতিটি ফ্ল্যাট থাকবে গোদরেজ ইন্টেরিও-র আসবাবপত্রে সুসজ্জিত। সঙ্গে একটি কার পার্কিং ফ্রি। আর এই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন মাত্র ৩৭ লক্ষ* টাকায়।

আপনি কী কী পাবেন:
১. গোদরেজ ইন্টেরিও-র সমস্ত প্রিমিয়াম আসবাবপত্রে সুসজ্জিত ঘর
২. গোদরেজের ব্র্যান্ডেড অ্যাপ্লিয়েন্স
৩. গোদরেজ সিকিউরিটি সলিউশনের ভিডিও ডোর ফোন এবং ইলেকট্রনিক সেফ

কত টাকা আপনি দেবেন:
১. ৮০০ বর্গফুটের ২ বিএইচকে-র দাম শুরু মাত্র ৩৭ লক্ষ* টাকা থেকে
২. ১১০১ বর্গফুটের ৩ বিএইচকে-র দাম শুরু মাত্র ৪৭ লক্ষ* টাকা থেকে
রক্ষণাবেক্ষণের খরচা এবং নির্ধারিত কর আলাদা।*

তা হলে আর দেরি কেন? আজই রেজিস্টার করুন আর আপনার ভালবাসার মানুষের সঙ্গে উপভোগ করুন আপনার নতুন বাড়ি। তাড়াতাড়ি করুন। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন