উত্তর-পূর্বে সুবিধা

পিএফের ক্ষেত্রে ৩.৬৭% ও পেনশন স্কিমে ৮.৩৩% ভর্তুকি সরকারই দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০১:৫৬
Share:

উত্তর-পূর্বে লগ্নিতে উৎসাহ দিতে নতুন নর্থ-ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট স্কিম (এনইআইডিএস) হাতে নিল কেন্দ্র। নতুন নীতিতে লগ্নিকারীরা ২০০ কোটি টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ পেতে পারেন।

Advertisement

গত বছর ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ মার্চের মধ্যে তৈরি হওয়া উদ্যোগ বা বিনিয়োগে এই ছাড় মিলবে। প্রকল্পে কেন্দ্র ৩০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ছাড় মিলবে পাঁচ বছর পর্যন্ত। বিনিয়োগের বছর থেকে শুরু করে ৫৮ শতাংশ পর্যন্ত আয়কর ফেরত পাওয়ার সুযোগ থাকছে। উৎপাদন শুরু হওয়ার পর থেকে জিএসটিতে ছাড় মিলবে ৫৮ শতাংশ। উৎপাদিত দ্রব্য পরিবহণের ক্ষেত্রে রেল ও জলপথে ২০% ছাড় মিলবে। পচনশীল দ্রব্যের ক্ষেত্রে বিমানে মিলবে ৩৩% ছাড়। কারখানা গড়ার ক্ষেত্রে সর্বাধিক ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সুবিধা মিলবে। উৎপাদন শুরু হওয়ার পরে পাঁচ বছর পর্যন্ত নির্মাণ ও যন্ত্রাদিতে বিমার ১০০% প্রিমিয়াম ফেরত দেওয়া হবে। পিএফের ক্ষেত্রে ৩.৬৭% ও পেনশন স্কিমে ৮.৩৩% ভর্তুকি সরকারই দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন