অভিযোগ কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে

আরবিআই ডেপুটি গভর্নর নিয়োগ কমিটির শীর্ষে ক্যাবিনেট সচিব

গভর্নর রঘুরাম রাজনের কাজের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্কে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দিকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৩:১৭
Share:

গভর্নর রঘুরাম রাজনের কাজের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই রিজার্ভ ব্যাঙ্কে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ফের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দিকে।

Advertisement

এ বার বিতর্ক আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর নিয়োগকে কেন্দ্র করে। এইচ আর খান ৭ জুলাই এই পদ থেকে ৬২ বছর বয়সে অবসর নেবেন, যে-কারণে ওই শূন্যপদটি তৈরি হয়েছে। এর জন্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার নির্ধারিত দিন আগামী কাল। আর প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি কমিটির নেতৃত্বে শীর্ষ ব্যাঙ্কের গভর্নরের বদলে থাকছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব প্রদীপ কুমার সিন্‌হা। বরাবরের প্রথা থেকে সরে এসে ক্যাবিনেট সচিবের হাতে এই ভার দেওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। আরবিআইয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন অর্থনীতিবিদরাও। এর আগে সুদ স্থির করায় কেন্দ্র হস্তক্ষেপ করতে চাইছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।

নিয়ম অনুযায়ী আরবিআইয়ের গভর্নরই এ ধরনের নিয়োগ কমিটির মাথায় থাকেন। জানুয়ারিতেও এ রকম একটি কমিটির প্রধান ছিলেন রঘুরাম রাজন। সে যাত্রায় ডেপুটি গভর্নর উর্জিৎ পটেলের মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল। আগামী কালের সাক্ষাৎকার নেবে যে-কমিটি, তার নেতৃত্বে থাকা ক্যাবিনেট সচিব ছাড়া বাকিরা হলেন রাজন, প্রধানমন্ত্রীর দফতরের একজন অতিরিক্ত সচিব এবং তিন-চার জন শিক্ষাবিদ। খান আরবিআইয়ের ডেপুটি গভর্নর হয়েছিলেন ২০১১-র জুলাইয়ে। ২০১৪ সালে মেয়াদ আরও দু’বছর বাড়ে। শীর্ষ ব্যাঙ্কে আছেন মোট চার জন ডেপুটি গভর্নর।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন