চা বাগান নিয়ে নির্দেশ হাইকোর্টের

রাজ্যের বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের দুর্দশা ঘোচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্র ও টি বোর্ডকে তা হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০৩:২৪
Share:

রাজ্যের বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের দুর্দশা ঘোচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্র ও টি বোর্ডকে তা হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ রাজ্য ও ডানকান গোষ্ঠীকেও নির্দেশ দিয়েছে, তারা দুর্দশাগ্রস্ত শ্রমিকদের জন্য কী করেছে তার রিপোর্ট আদালতে জমা দিতে। বিভিন্ন বন্ধ থাকা বাগানের শ্রমিকেরা চা-আইন অনুযায়ী খাবার, বিদ্যুৎ, জল ও স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, এই অভিযোগ তুলে জনস্বার্থে কয়েকটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে হলফনামা ও রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন