আগামী জুলাইয়ে নয়ডার ‘বুদ্ধ সার্কিটে’ দেশের প্রায় ২০০টি কলেজের তৈরি রেসিং কারের প্রতিযোগিতায় অংশ নিতে উদ্যোগী হাওড়ার এমসিকেভি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারা। সেই উপলক্ষে ২৫ জন পড়ুয়া তৈরি করেছে বিশেষ একটি ‘ফর্মুলা স্টুডেন্ট’ গাড়ি। নকশা করা থেকে শুরু করে সেটি তৈরি পর্যন্ত সময় লেগেছে ন’মাস। যন্ত্রাংশ এসেছে বিদেশ থেকেও। পড়ুয়াদের দাবি, রয়্যাল এনফিল্ডের ৫০০ সিসি-র ইঞ্জিন দিয়ে তৈরি এই গাড়ি ঘণ্টায় ১০০ কিমি যেতে পারবে।