Child skin Care Tips

শীতে শিশুদের ত্বক খুব তাড়াতাড়ি খসখসে হয়ে যায়, কী ভাবে যত্ন নেবেন?

প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করলে ত্বকের স্বাস্থ্য দীর্ঘ মেয়াদে ভাল থাকে। শীতের দিনে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। কী ভাবে শিশুর ত্বকের যত্ন নেবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৭:৫০
Share:

শিশুর ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায় রইল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

শীতের সময়ে শিশুর ত্বক খুব তাড়াতাড়ি শুকিয়ে খসখসে হয়ে যায়। শুষ্কতার কারণে ত্বকের লালচে ভাব, চুলকানি দেখা দিতে পারে। তাই তাদের কোমল ত্বকের জন্য বিশেষ যত্নের প্রয়োজন। ঘরোয়া কিছু কৌশল জানা থাকলেই শীতে শিশুর ত্বকের যত্ন নেওয়া সম্ভব। সাধারণত তেল-ক্রিমেই আটকে থাকেন শিশুর অভিভাবকরা। কিন্তু রুক্ষতা রুখতে মাথায় রাখতে হয় আরও কিছু উপায়।

Advertisement

শিশুর ত্বকের যত্ন নেওয়ার উপায়

শীতের সময়ে ত্বক বাঁচাতে স্নানের পর অ্যালো ভেরা, দুধ ও মধু মিশিয়ে মাখাতে পারেন। এটিও ময়েশ্চারাইজ়ারের মতোই কাজ করবে। তবে আগে দেখে নেবেন অ্যালো ভেরাতে শিশুর অ্যালার্জি হচ্ছে কি না।

Advertisement

স্নানের পর পায়ে খানিকটা অলিভ অয়েল মাখতে পারেন। তেল পায়ের ত্বক শুষ্ক হতে দেবে না।

দুধ ঘন করে জ্বাল দিয়ে উপরের সর তুলে নিতে হবে। এই সর পরিষ্কার পাত্রে রাখবেন। এ বার একটি পাত্রে সেই মালাই নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। ৩-৫ মিনিট ধরে ফেটাতে হবে যাতে ঘন ও মিহি মিশ্রণ তৈরি হয়। এ বার তাতে এক এক করে মিশিয়ে দিতে হবে নারকেল তেল, আমন্ড অয়েল, অলিভ অয়েল। ভাল করে নাড়তে হবে। মিশ্রণ ঘন হয়ে এলে, তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে দিন। এই দুই উপাদানই ত্বক আর্দ্র ও সতেজ রাখবে।

স্কুল থেকে ফিরলে বা বাইরে থেকে খেলে এলে মুখ ও হাত ধোয়ার প্রয়োজন হয়। সে জন্য এমন ক্লিনজ়ার ব্যবহার করুন, যা শিশুর কোমল ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি আর্দ্রতাও ধরে রাখবে। বাইরে কোথাও গেলে শিশুর জন্য আলাদা ক্লিনজ়ার সব সময়ে ব্যাগে রেখে দেবেন।

শীতকালে সাধারণত অয়েল বেসড লোশন বা ক্রিম লাগানোই ভাল। তবে রাতে শোয়ার আগে অবশ্যই ময়েশ্চারাইজ়ার মাখাতে হবে শিশুকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement