—প্রতীকী চিত্র।
অ্যাপ স্টোরের একাধিপত্যের সুযোগ নিয়ে প্রতিযোগিতা খর্ব করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ভারত। সেই মামলায় আমেরিকার প্রযুক্তি সংস্থাটি দেড় বছর ধরে উত্তর না দেওয়ায় একতরফা ভাবে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিল প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। অ্যাপল আগেই অভিযোগ অস্বীকার করেছে। দিল্লি হাই কোর্টে জরিমানা স্থির করার নিয়ম বদলের আর্জিও জানিয়েছে। সংস্থার আশঙ্কা, সিসিআই বিশ্বব্যাপী আয়ের হিসাবে জরিমানা করলে তা হতে পারে প্রায় ৩৮০০ কোটিডলার (প্রায় ৩.৪২ লক্ষ কোটি টাকা)।
৩১ ডিসেম্বরে কমিশনের গোপন নির্দেশ অনুযায়ী, জরিমানার বিষয়টি বিচারাধীন থাকাকালীন অ্যাপল গোপনে মামলা স্থগিতের আর্জি জানায়। তা খারিজ করেছে সিসিআই। সূত্রের খবর, তারা ২০২৪-এর অক্টোবরে অ্যাপলকে তদন্তের বিষয়ে আপত্তি জানাতে ও জরিমানা নির্ধারণের জন্য আর্থিক ফলের তথ্য জমা দিতে বলেছিল। তার পরে সংস্থা একাধিকবার সময় চেয়েছে। সিসিআই-এর দাবি, স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এ ভাবে মেয়াদ বাড়ানোয় মামলা সময়ে শেষ করা যাচ্ছে না। অনির্দিষ্টকাল এ ভাবে ছাড় দেওয়া সম্ভব নয়। এই প্রেক্ষিতে অ্যাপলকে চূড়ান্ত সতর্কবার্তা দিল কমিশন। যদিও একটি সূত্রের খবর, ২৭ জানুয়ারি পরবর্তী শুনানির আগে সংস্থা সম্ভবত জবাব দেবে না।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে