Export

আমেরিকার শুল্ক-ধাক্কা সামলাতে নতুন রফতানি প্রকল্প কেন্দ্রের

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে শুরু করে এই প্রকল্পে ৪৫৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং ক্রেতা-বিক্রেতা বৈঠকের মতো কর্মসূচিতে এই টাকা খরচ করা হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৮:৪৫
Share:

—প্রতীকী চিত্র।

আমেরিকার চড়া আমদানি শুল্কে ধাক্কা খেয়েছে ভারতীয় রফতানি। সেখান থেকে তাকে ঘুরিয়ে দাঁড় করাতে গত নভেম্বরে ২৫,০৬০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছিল কেন্দ্র। বুধবার তার একটি অংশ রফতানি উন্নয়ন মিশন চালু করল তারা। এক বিজ্ঞপ্তি জারি করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে শুরু করে এই প্রকল্পে ৪৫৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদেশে বাণিজ্য মেলা, প্রদর্শনী এবং ক্রেতা-বিক্রেতা বৈঠকের মতো কর্মসূচিতে এই টাকা খরচ করা হবে। উপকৃত হবে মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা (এমএসএমই)।

এ দিন ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড অজয় বাধু জানান, সামগ্রিক প্রকল্পের বাকি অংশ জানুয়ারির মধ্যেই চালু করা হবে। শুধু চলতি অর্থবর্ষের শেষ তিন মাসেই খরচ হবে ৫০০ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন