How to Change Gmail Address

পুরনো সমস্ত তথ্য অক্ষুণ্ণ রেখেই এ বার থেকে বদলে ফেলা যাবে জিমেল-এর ঠিকানা! কী ভাবে হবে পরিবর্তন? জানাল গুগ্‌‌ল

এত দিন একবার জিমেল ঠিকানা বাছার পর তা আর বদলানো যেত না। অথচ অনেক বছর আগে বানানো আইডি-র নাম কিংবা ঠিকানা কালের নিয়মে হয়ে উঠত নাপসন্দ। ফলে কৈশোরে বানানো ‘কিম্ভূত’ জিমেল অ্যাড্রেস নিয়ে পরবর্তী জীবনে অস্বস্তিতে পড়তে হত অনেককেই!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১০:২২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার সহজেই বদলে ফেলা যাবে জিমেল ঠিকানা। তা-ও আবার পুরনো তথ্য না খুইয়েই। একসঙ্গে পুরনো এবং নতুন— দুই আইডিতেই মেল পাবেন ব্যবহারকারী। শুধু তা-ই নয়, ছবি কিংবা পুরনো মেল— সবই থাকবে অক্ষত। ২০ বছর পর ব্যবহারকারীদের এমন সুখবরই শোনাল গুগ্‌‌ল।

Advertisement

এত দিন একবার জিমেল ঠিকানা বাছার পর তা আর বদলানো যেত না। অথচ অনেক বছর আগে বানানো আইডি-র নাম কিংবা ঠিকানা কালের নিয়মে হয়ে উঠত নাপসন্দ। ফলে কৈশোরে বানানো ‘কিম্ভূত’ জিমেল অ্যাড্রেস নিয়ে পরবর্তী জীবনে অস্বস্তিতে পড়তে হত অনেককেই! কর্মজীবনে কেউ কেউ বাধ্য হয়ে নতুন অ্যাকাউন্ট খুলতেন। কিন্তু এখন থেকে আর সেই সমস্যায় পড়তে হবে না। পুরনো তথ্য না খুইয়ে সহজেই বদলে ফেলা যাবে জিমেলের ঠিকানা। গুগ্‌‌লের সাপোর্ট পেজে এমনটাই জানানো হয়েছে। গত বুধবার ‘গুগ্‌‌ল পিক্সেল হাব’ টেলিগ্রাম গ্রুপ মারফত এই আপডেটটি প্রথম সবার নজরে আসে। এখনও পর্যন্ত শুধুমাত্র গু্‌‌গল সাপোর্ট পেজের হিন্দি-ভাষা সংস্করণে এটি দেখা যাচ্ছে। তবে শীঘ্রই তা আসতে চলেছে অন্য সংস্করণগুলিতেও।

কী ভাবে বদলাবেন জিমেল ঠিকানা?

Advertisement
  • প্রথমে myaccount.google.com-এ গিয়ে নিজের গুগ্‌ল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
  • এর পর মেনু থেকে ‘পার্সোনাল ইনফরমেশন’ বা ‘ব্যক্তিগত তথ্য’-তে ক্লিক করতে হবে।
  • ‘কনট্যাক্ট ইনফরমেশন’-এর নীচে থাকা ‘ইমেল’ অপশনে ক্লিক করে ‘গুগ্‌‌ল অ্যাকাউন্ট ইমেল’-এ যেতে হবে। সেখানেই থাকবে জিমেল ঠিকানা বদলানোর অপশন (যদি না থাকে, তা হলে বুঝতে হবে ফিচারটি এখনও আপনার অ্যাকাউন্টে আসেনি, কিছু দিন অপেক্ষা করলেই আপনি এটি দেখতে পাবেন)। সেখানে ‘এডিট’-এ গিয়ে নতুন আইডি লিখতে হবে। ব্যস! তা হলেই বদলে যাবে আপনার জিমেল ঠিকানা।

নতুন ফিচারে জিমেল ঠিকানা পাল্টানোর পরেও পুরনো জিমেল আইডি আগের মতোই থাকবে। একই সঙ্গে নতুন এবং পুরনো— দুই আইডিতেই মেল পাবেন ব্যবহারকারীরা। পুরনো কিংবা নতুন— দু’টি জিমেল ঠিকানা ব্যবহার করে ম্যাপ, ইউটিউব, গুগ্‌‌ল প্লে কিংবা গুগ্‌‌ল ড্রাইভের মতো গুগ্‌‌লের সমস্ত পরিষেবায় সাইন ইন করা যাবে। মজার বিষয়, ব্যবহারকারীর সমস্ত ফাইল, ছবি, সাবস্ক্রিপশন— সব কিছুই আগের মতোই থাকবে।

তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। চাইলেই মনপসন্দ জিমেল ঠিকানা পাওয়া যাবে না। যদি অন্য কোনও ব্যবহারকারীর আগে থেকেই ওই একই জিমেল ঠিকানা থাকে, তা হলে চাইলেও সেই ঠিকানা ব্যবহার করা যাবে না। তা ছাড়া, ১২ মাসের মধ্যে মাত্র একবারই নিজেদের জিমেল ঠিকানা পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। সব মিলিয়ে ব্যবহারকারীরা মোট তিন বার নতুন জিমেল ঠিকানা তৈরি করতে পারবেন। অর্থাৎ, সারা জীবনে মোট চারটি জিমেল ঠিকানা পাবেন প্রতি ব্যবহারকারী। একবার নতুন জিমেল ঠিকানা নেওয়ার পর তা মুছে ফেলতেও পারবেন না তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement