কিছু হাইব্রিড গাড়ির ভর্তুকি তুলল কেন্দ্র

মাইল্ড হাইব্রিড প্রযুক্তির গাড়ির উৎপাদনে ভর্তুকি তুলে নিল কেন্দ্র।বিজ্ঞপ্তিতে ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে, ১ এপ্রিল থেকে ফেম ইন্ডিয়া প্রকল্পের আওতায় আর এই ধরনের গাড়ি আসবে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে মারুতি-সুজুকির মতো সংস্থা।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৩:১০
Share:

মাইল্ড হাইব্রিড প্রযুক্তির গাড়ির উৎপাদনে ভর্তুকি তুলে নিল কেন্দ্র।

Advertisement

বিজ্ঞপ্তিতে ভারী শিল্প মন্ত্রক জানিয়েছে, ১ এপ্রিল থেকে ফেম ইন্ডিয়া প্রকল্পের আওতায় আর এই ধরনের গাড়ি আসবে না। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে মারুতি-সুজুকির মতো সংস্থা। যাদের বড় গাড়ি আর্টিগা এবং সেডান সিয়াজ এই মাইল্ড হাইব্রিড প্রযুক্তির উপর ভর করেই তৈরি।

দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সালের এপ্রিলে ফেম ইন্ডিয়া প্রকল্প আনে কেন্দ্র। এত দিন মাইল্ড হাইব্রিড, স্ট্রং হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড এবং পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি কেন্দ্রের এই প্রকল্পের আওতায় আসত।

Advertisement

ফেম ইন্ডিয়া প্রকল্পে দু’চাকার গাড়িতে ২৯,০০০ টাকা পর্যন্ত এবং চার চাকার গাড়িতে ১.৩৮ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হত। সুজুকির নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিয়াজ এবং আর্টিগা— এই দুই গাড়িই কেন্দ্রের থেকে ১৩,০০০ টাকা করে ছাড় পায়। তবে এই ছাড় তুলে নেওয়ার সংস্থার খুব একটা ক্ষতি হবে না বলেই দাবি মারুতি-সুজুকির মুখপাত্রের।

প্রসঙ্গত, মাইল্ড হাইব্রিড প্রযুক্তির গাড়িগুলি আলাদা বৈদ্যুতিক মোটর থাকলেও, শুধুমাত্র তা দিয়ে গাড়ি চালানো যায় না। বরং এই মোটর সাধারণ ইঞ্জিনকে চালাতে সাহায্য করে। ফলে জ্বালানি সাশ্রয় হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন