Budget 2026

রাজ্যের সঙ্গে কী ভাবে কর ভাগাভাগি, অর্থ কমিশনের প্রস্তাব গ্রহণ করতে পারে কেন্দ্র

খরচ-খরচা বাদ দিয়ে কেন্দ্রের আদায় করা নিট করের পাশাপাশি রাজ্যগুলি কেন্দ্রের থেকে কত টাকা অনুদান পাবে সেই সুপারিশও করে কমিশন। হিসাব কষে বিপর্যয় মোকাবিলা করতে তাদের দেয় অর্থের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:১৮
Share:

নির্মলা সীতারামন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ষোড়শ অর্থ কমিশন তাদের সুপারিশ নভেম্বরেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে। সূত্রের খবর, তা আসন্ন বাজেটে গৃহীত হতে পারে। কেন্দ্রের আদায় করা করের কতটা রাজ্যগুলির সঙ্গে ভাগাভাগি হবে, তার সুপারিশ করে অর্থ কমিশন। আগামী পাঁচটি অর্থবর্ষের জন্য সেই প্রস্তাবই পেশ হয়েছে মাস দুয়েক আগে। যা কার্যকর হওয়ার কথা আগামী ১ এপ্রিল থেকে। তবে প্রস্তাবে কী আছে এখনও জানা যায়নি।

খরচ-খরচা বাদ দিয়ে কেন্দ্রের আদায় করা নিট করের পাশাপাশি রাজ্যগুলি কেন্দ্রের থেকে কত টাকা অনুদান পাবে সেই সুপারিশও করে কমিশন। হিসাব কষে বিপর্যয় মোকাবিলা করতে তাদের দেয় অর্থের। তবে সেস ও সারচার্জ আদায়ের ভাগ পায় না রাজ্য। কোন রাজ্য কত টাকা পাবে, তা নির্ভর করে তাদের জনসংখ্যা, আয়তন, বনাঞ্চল, আর্থিক অবস্থা-সহ নানা বিষয়ের উপর। বিশেষজ্ঞদের দাবি, কর ভাগাভাগি কেন্দ্র ও বিরোধীশাসিত রাজ্যগুলির মধ্যে বিরোধের অন্যতম কারণ। বাজেটের পরে তা-ই ফের মাথাচাড়া দেবে কি না, নতুন সুপারিশ ঘিরে সেটাই প্রশ্ন। পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যগুলির জন্য ওই করের ৪১% বরাদ্দ করার সুপারিশ করেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন