Pan Masala

নথিভুক্তির জন্য আবেদন জানাতে হবে, পানমশলা নিয়ে আরও কড়া কেন্দ্র

কোনও সংস্থার একাধিক কারখানায় পান মশলা উৎপাদনের যন্ত্র থাকলে তার জন্য পৃথক পৃথক অনুমতি নিতে হবে। সেই অনুমতি মেলার সাত দিনের মধ্যে অটোমেশন অব সেন্ট্রাল এক্সাইজ় অ্যান্ড সার্ভিস ট্যাক্স পোর্টালে জানাতে হবে যন্ত্র সম্পর্কে সবিস্তার তথ্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৮:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে পান মশলার উৎপাদনকারী সংস্থাগুলিকে নথিভুক্তির জন্য আবেদন জানাতে হবে বলে জানাল কেন্দ্র। শুক্রবার সিগারেট ও পান মশলার অতিরিক্ত কর ও সেস সংক্রান্ত একগুচ্ছ প্রশ্নোত্তর প্রকাশ করেছে তারা। জানিয়েছে, স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তার অধীনে জানাতে হবে এই আবেদন। কোনও সংস্থার একাধিক কারখানায় পান মশলা উৎপাদনের যন্ত্র থাকলে তার জন্য পৃথক পৃথক অনুমতি নিতে হবে। সেই অনুমতি মেলার সাত দিনের মধ্যে অটোমেশন অব সেন্ট্রাল এক্সাইজ় অ্যান্ড সার্ভিস ট্যাক্স পোর্টালে জানাতে হবে যন্ত্র সম্পর্কে সবিস্তার তথ্য। তার ভিত্তিতে কারখানায় গিয়ে ওই সব যন্ত্র পরীক্ষা করে দেখবেন সংশ্লিষ্ট শুল্ক আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন