Bollywood News

বিশ বাঁও জলে বিজয়ের পেশাজীবন? রশ্মিকার সঙ্গে প্রেম, বিয়ের জল্পনার মাঝে কী খারাপ খবর শুনলেন নায়ক?

গত দু’বছরে বিজয় দেবরকোন্ডার কোনও ছবি নিয়ে যে খুব বেশি আলোচনা হয়েছে তেমন নয়। শোনা যাচ্ছে, তাঁর আগামী ছবিও বন্ধ হওয়ার পথে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:৫০
Share:

রশ্মিকার সঙ্গে বিয়ের জল্পনার মাঝে বন্ধ হল বিজয়ের আগামী ছবি? ছবি: সংগৃহীত।

বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যেই বিপাকে নায়ক? প্রেম, বিয়ে, রোমে ছুটি কাটানোর মাঝে কোন সমস্যায় পড়লেন বিজয়? ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, গৌতম তিন্নানুরী পরিচালিত, বিজয় অভিনীত ‘কিংডম ২’ ছবির ভবিষ্যৎ বিশ বাঁও জলে। প্রযোজক নিজে জানিয়েছেন এ কথা। ঠিক কী ঘটল?

Advertisement

সম্প্রতি, এক সাক্ষাৎকারে প্রযোজক জানিয়েছেন তাঁরা এই ছবিটা তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫-এর জুলাইয়ে মুক্তি পেয়েছিল ‘কিংডম’ ছবিটি। বিপুল আলোচনা হয়েছিল। কিন্তু বক্সঅফিসে আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি। দর্শকের একাংশের ধারণা প্রথম ছবি ভাল ফল না করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। যদিও তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে ভাবে কিছু খোলসা করতে চাননি। উল্টে বলেছেন, “এই বিষয়ে এখন কথা বলার কোনও মানে নেই। আমি যদি কিছু বলি, তা শুনলে গৌতমের খারাপ লাগতে পারে।” তবে আগামী দিনে পরিচালকের সঙ্গে অন্য ছবি তৈরির পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছেন প্রযোজক।

তবে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি বিজয়ের তরফে। আপাতত নায়কের প্রেম, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরগরম সিনেদুনিয়া। কিছু দিন আগে বিদেশ ভ্রমণের ছবি সমাজমাধ্যমে দিয়েছিলেন রশ্মিকা। জানিয়েছিলেন, বছরের শেষটা রোমেই কাটাচ্ছেন। তার দু’দিন বাদে বিজয়ও রোমের রাস্তায় ঘোরার ছবি দেন। ফের দুইয়ে দুইয়ে চার করেছে যুগলের অনুরাগীরা। শোনা যাচ্ছে, ২০২৬-এ চারহাত এক হবে। সবটাই নাকি ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement