মাল্যের সঙ্গে রফার আর্জি বণিকসভার

বাকি পড়া ৯,০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ নিয়ে তাঁর বিরুদ্ধে চলা মামলা ৪,০০০ কোটিতে রফা করতে চেয়েছিলেন কিংগ্‌ফিশার কর্তা বিজয় মাল্য। যা পত্রপাঠ খারিজ করে দেয় ব্যাঙ্কগুলি। কিন্তু এ বার অ্যাসোচ্যামের মতো বণিকসভার আর্জি, তাঁর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যে-কোনও রফার দরজা যেন খোলা রাখা হয়। যাতে অন্তত কিছুটা হলেও ব্যাঙ্কগুলির লোকসান কমানো যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ০৩:১১
Share:

বাকি পড়া ৯,০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ নিয়ে তাঁর বিরুদ্ধে চলা মামলা ৪,০০০ কোটিতে রফা করতে চেয়েছিলেন কিংগ্‌ফিশার কর্তা বিজয় মাল্য। যা পত্রপাঠ খারিজ করে দেয় ব্যাঙ্কগুলি। কিন্তু এ বার অ্যাসোচ্যামের মতো বণিকসভার আর্জি, তাঁর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যে-কোনও রফার দরজা যেন খোলা রাখা হয়। যাতে অন্তত কিছুটা হলেও ব্যাঙ্কগুলির লোকসান কমানো যায়। আপাতদৃষ্টিতে মাল্যের প্রস্তাবকে সমর্থন করেই বণিকসভাটির তরফে দাবি, ‘‘তিনি যে ঋণ শোধ করতে চান, সেই সদিচ্ছারই প্রকাশ এই প্রস্তাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement