বানভাসি চেন্নাইয়ে বেহাল গাড়ি শিল্পও

এক শতকের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে শহর, শহরতলি, আশপাশের জেলা। পর্যুদস্ত জনজীবন। রাস্তা, রেললাইন সবই জলের তলায়। ফলে দেশে গাড়ি শিল্পের বৃহত্তম কেন্দ্র চেন্নাইয়ে বুধবার ঝাঁপ বন্ধ রাখতে বাধ্য হল সংস্থাগুলিও। যার জেরে ধাক্কা খেল গাড়ি উৎপাদন। বিপাকে পড়ল সারা দেশে তার জোগান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন:

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০২:৩৭
Share:

এক শতকের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে শহর, শহরতলি, আশপাশের জেলা। পর্যুদস্ত জনজীবন। রাস্তা, রেললাইন সবই জলের তলায়। ফলে দেশে গাড়ি শিল্পের বৃহত্তম কেন্দ্র চেন্নাইয়ে বুধবার ঝাঁপ বন্ধ রাখতে বাধ্য হল সংস্থাগুলিও। যার জেরে ধাক্কা খেল গাড়ি উৎপাদন। বিপাকে পড়ল সারা দেশে তার জোগান।

Advertisement

ফোর্ড, ডেইমলার, রেনো-নিসান, হুন্ডাই মোটর, টিভিএস-সহ বহু বড় সংস্থা গাড়ি তৈরি করে চেন্নাইতে। যে-কারণে ওই অঞ্চলকে ভারতের ডেট্রয়েট তকমাও দেওয়া হয়। কিন্তু চারপাশে প্রায় মানুষ-ডোবা জল পেরিয়ে কর্মীদের কাজে আসা অসম্ভব হয়ে পড়ায় এ দিন স্তব্ধ হয়ে পড়ে সদা কর্মব্যস্ত সেই গাড়ি শিল্পাঞ্চল।
ফোর্ড, ডেইমলার, রেনো-নিসানের দাবি, এই বাঁধভাঙা বৃষ্টিতে কর্মীদের বাড়ি থেকে না-বেরোনোর পরামর্শ দিয়েছে তারাই।

রেনো-নিসানের মুখপাত্র বলেন, ‘‘এই খারাপ আবহাওয়ায় আমরা কিছু শিফ্‌ট বাতিল করছি। পরিস্থিতির উন্নতি হলেই কাজ শুরু করব।’’ বুধবারের তিনটি শিফ্‌টে কাজ হয়নি হুন্ডাই মোটর ইন্ডিয়ায়। বৃহস্পতিবার সকালের শিফ্‌টেও কাজ না-করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। অবস্থার দিকে কড়া নজর রাখছে তারা। ফোর্ডের দাবি, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতেই কারখানা বন্ধ রাখা হয়েছে। অন্য দিকে, মঙ্গলবারই অর্ধেক সময় কাজের পরে কর্মীদের বাড়ি পাঠিয়ে দিয়েছে ডেইমলার। তারা ঝাঁপ বন্ধ রাখছে বুধ, বৃহস্পতি দু’দিনই। তবে কাজ বন্ধের দরুন ক্ষতির পরিমাণ এখনই জানায়নি তেমন কেউ। ফোর্ড যেমন বলেই দিয়েছে, ফের কাজ শুরুর পরে লোকসান হিসাব করতে বসবে তারা।

Advertisement

বৃষ্টির জেরে বিপাকে পড়ায় এ দিন রেনো-নিসান, হুন্ডাই, মোটরসাইকেল প্রস্তুতকারক টিভিএস মোটরের শেয়ার দর নেমেছে প্রায় ৪%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন