China

চিনের লগ্নি 

কেন্দ্রের তৈরি আন্তঃমন্ত্রিগোষ্ঠী এখন প্রস্তাবগুলি খতিয়ে দেখছে। সরকারি সূত্রের খবর, অধিকাংশ বিনিয়োগেরই লক্ষ্য ভারতীয় সংস্থা।  

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০২:৩৮
Share:

প্রতীকী চিত্র

ভারতের স্থলসীমান্তবর্তী কোনও প্রতিবেশী দেশের সংস্থা বা ব্যক্তি এ দেশে বিনিয়োগ করতে চাইলে তার জন্য কেন্দ্রের সম্মতি লাগে। অতিমারির সময়ে পড়তে থাকা শেয়ার দরের সুযোগ নিয়ে যাতে বিশেষত চিনের সংস্থা শেয়ার কিনে ভারতীয় সংস্থায় প্রভাব বাড়াতে না-পারে, তা নিশ্চিত করতে গত এপ্রিলে এই বিধি তৈরি করেছিল কেন্দ্রের শিল্পোন্নয়ন এবং অভ্যন্তরীণ বাণিজ্য দফতর (ডিপিআইআইটি)। পরে লাদাখে সীমান্ত সংঘর্ষের জেরে তা আরও কঠোর করা হয়। সূত্রের খবর, তা সত্ত্বেও এপ্রিল থেকে অন্তত ১২০টি চিনা প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে। যেগুলির মোট আর্থিক মূল্য ১২,০০০ কোটি টাকা।

Advertisement

কেন্দ্রের তৈরি আন্তঃমন্ত্রিগোষ্ঠী এখন প্রস্তাবগুলি খতিয়ে দেখছে। সরকারি সূত্রের খবর, অধিকাংশ বিনিয়োগেরই লক্ষ্য ভারতীয় সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন