ঢাকা সফরে পূর্বাঞ্চলের বাণিজ্য-দল

রফতানি বৃদ্ধি ও নতুন ব্যবসার সন্ধানে আগামী সপ্তাহে একটি বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছে সিআইআইয়ের পূর্বাঞ্চলীয় শাখা।বণিকসভাটি জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‘ইনভেস্টমেন্ট টাস্ক ফোর্স’-এর চেয়ারম্যান অরুণ মিশ্রের নেতৃত্বে ১৩ জন সদস্যের ওই দলটি ঢাকা সফর করবে ৮-১০ নভেম্বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০২:৪৪
Share:

রফতানি বৃদ্ধি ও নতুন ব্যবসার সন্ধানে আগামী সপ্তাহে একটি বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরে যাচ্ছে সিআইআইয়ের পূর্বাঞ্চলীয় শাখা।

Advertisement

বণিকসভাটি জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলের ‘ইনভেস্টমেন্ট টাস্ক ফোর্স’-এর চেয়ারম্যান অরুণ মিশ্রের নেতৃত্বে ১৩ জন সদস্যের ওই দলটি ঢাকা সফর করবে ৮-১০ নভেম্বর। বৈঠক করবে বাংলাদেশের উচ্চপদস্থ সরকারি কর্তা (মূলত বিদ্যুৎ ও শিল্প দফতরের), শিল্পোন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাঙ্কের সঙ্গে।

সিআইআইয়ের পূর্বা়ঞ্চলীয় শাখার চেয়ারম্যান টি ভি নরেন্দ্রন বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের বৃহত্তম অংশীদারই শুধু নয়, স্বাভাবিক সহযোগীও। ভারতীয় পণ্য বাংলাদেশে জনপ্রিয় করার প্রচুর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যও বাড়বে। অরুণবাবু জানিয়েছেন, পাশাপাশি পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের উপস্থিতি সেখানে আরও জোরদার করাও এই সফরের অন্যতম উদ্দেশ্য। তিনি বলেন, ‘‘দু’পক্ষ একসঙ্গে কাজ করে ভারত ও বাংলাদেশ, উভয়ের স্বার্থরক্ষা করাই আমাদের লক্ষ্য।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন