Edible Products

ভোগ্যপণ্য কিনতে ভরসা দোকান, অনলাইনে এখনও কেনাকাটা পছন্দ নয় এ রাজ্যের মানুষের

এখনও নেট-এ বাজার করা তেমন পছন্দ করেন না। টুকিটাকি সব কিছুর জন্যই তাঁরা দোকানে যেতে অনেক বেশি সচ্ছন্দ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ০৮:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিস্কুট থেকে তেল-সাবান-শ্যাম্পু, চা-কফি থেকে ভোজ্যতেল, পনির, চিজ় ইত্যাদি— রোজকার জীবনে প্রয়োজনীয় অসংখ্য স্বল্পমেয়াদি ভোগ্যপণ্য অনলাইনে কেনার ঝোঁক বেড়েছে বিশ্ব জুড়ে। তবে সমীক্ষা বলছে, কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বেশির ভাগ মানুষ এখনও নেট-এ বাজার করা তেমন পছন্দ করেন না। টুকিটাকি সব কিছুর জন্যই তাঁরা দোকানে যেতে অনেক বেশি সচ্ছন্দ্য।

সম্প্রতি খুচরো বিক্রেতা মোর রিটেল-এর ম্যানেজিং ডিরেক্টর বিনোদ নাম্বিয়ার সংস্থার এক পরিসংখ্যান তুলে ধরে জানান, সারা দেশে যেখানে দোকানে গিয়ে এই ধরনের জিনিস কিনতে বিলের অঙ্ক গড়ে ৪০০-৪৫০ টাকা, সেখানে এ রাজ্যে তা ৫০০-৫৩০ টাকা। অন‍্য দিকে, অনলাইন কেনাকাটায় দেশে গড়ে বিল হয় ৯০০ টাকার আশেপাশে। বাংলায় তা ৭০০-৭৫০ টাকা। তাঁর দাবি, এ রাজ্যের সাধারণ মানুষের যে দোকানে যাওয়ার ঝোঁক বেশি, তা এই হিসাবে স্পষ্ট।

অনলাইনে অ‍্যামাজ়নের বিক্রি করা গৃহস্থালি ও দৈনন্দিন ভোগ্যপণ‍্য মূলত মোর রিটেলই জোগায়। রাজ্যে তাদের বিপণি ১০৯টি। ৪৫টি অ‍্যামাজ়নকে পণ‍্য জোগায়। বিনোদের কথায়, ‘‘ওই সমস্ত পণ্য কেনার ক্ষেত্রে বাংলার মানুষের আচরণ দেশের অন‍্য শহরগুলির থেকে আলাদা। তাই আগামী দু’বছরে রাজ‍্যে আরও ৯০টি মোর বিপণি খুলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন