কাজ চালু বন্ধ কারখানায়

দীর্ঘ দিন বন্ধ থাকার পর কলিঙ্গনগরের ইস্পাত কারখানায় কাজ শুরু করল ভিসা স্টিল। গত সপ্তাহেই সেখানে স্টিল মেল্ট শপ, ল্যাডেল রিফাইনিং ফার্নেস, ভ্যাকুয়াম ডিগ্যাসিং এবং রোলিং মিলে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:২৩
Share:

দীর্ঘ দিন বন্ধ থাকার পর কলিঙ্গনগরের ইস্পাত কারখানায় কাজ শুরু করল ভিসা স্টিল। গত সপ্তাহেই সেখানে স্টিল মেল্ট শপ, ল্যাডেল রিফাইনিং ফার্নেস, ভ্যাকুয়াম ডিগ্যাসিং এবং রোলিং মিলে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তৈরি হওয়া ইস্পাত রেল, প্রতিরক্ষা, গাড়ি শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে। প্রসঙ্গত, সস্তার কাঁচামাল ও মূলধনের অভাবের পাশাপাশি বাজারে চাহিদা না-থাকার কারণেই কাজ বন্ধ করা হয়েছিল ওই কারখানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement