BGBS

শিল্প করিডর, চা বাগানের জন্য সিদ্ধান্ত

মমতা জানান, অমৃতসর-ডানকুনি শিল্প করিডরের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য ছ’টি আর্থিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৯
Share:

ঘোষণাকে স্বাগত জানিয়েছে চা শিল্প। —ফাইল চিত্র।

রাজ্যে ছ’টি বিশেষ আর্থিক করিডর তৈরি এবং চা শিল্পের হাল ফেরাতে বাগানের ৩০% পর্যন্ত জমি পর্যটনের জন্য খুলে দেওয়া— শিল্পের প্রসারে বুধবার এই দু’টি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন বিজিবিএসে মমতা জানান, অমৃতসর-ডানকুনি শিল্প করিডরের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য ছ’টি আর্থিক করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এগুলি হল রঘুনাথপুর-তাজপুর, ডানকুনি-কল্যাণী, ডানকুনি-ঝাড়গ্রাম, ডানকুনি-কোচবিহার, জোকা-গুরুভি ও খড়্গপুর-মোরগ্রাম। এই করিডর ঘিরে রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়বে বলে তাঁর আশা। ২৪৮৩ একর জমিতে একটি শিল্পশহর তৈরির পরিকল্পনাও করা হচ্ছে।

এত দিন পর্যন্ত চা বাগানের ১৫% জমি পর্যটনের জন্য ব্যবহার করা যেত। মুখ্যমন্ত্রী বলেন, “বহু চা বাগানের অনেক জমি ফাঁকা পড়ে। সেখানে চা-পর্যটনের জন্য আগেই রাজ্য ছাড়পত্র দিয়েছিল। এ বার মোট বাগানের ৩০% পর্যন্ত জমি ব্যবহার করা যাবে। এতে বাগানের হাল ফিরবে।” ঘোষণাকে স্বাগত জানিয়েছে চা শিল্প। তাদের বক্তব্য, অনেক বাগানেই এখন চাষের এলাকা কমেছে। এই সিদ্ধান্তের ফলে খালি জমিকে কাজে লাগানো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন