অভিযোগ কেন্দ্রের

একশো কোটি টন কয়লা তুলতে কোমর বাঁধছে কোল ইন্ডিয়া

পাঁচ বছর পরে দেশেই ১০০ কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়েছে কোল ইন্ডিয়া। যা পূরণ করতে প্রায় ২,০০০-২,৫০০ কোটি ডলার (অন্তত ১.২০ লক্ষ কোটি টাকা) বিনিয়োগ করা হবে বলে মনে করেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী পীযূষ গয়াল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:০৮
Share:

শুক্রবার শহরে পীযূষ গয়াল। — নিজস্ব চিত্র

পাঁচ বছর পরে দেশেই ১০০ কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়েছে কোল ইন্ডিয়া। যা পূরণ করতে প্রায় ২,০০০-২,৫০০ কোটি ডলার (অন্তত ১.২০ লক্ষ কোটি টাকা) বিনিয়োগ করা হবে বলে মনে করেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী পীযূষ গয়াল।

Advertisement

শুক্রবার রাজারহাটে কোল ইন্ডিয়ার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন গয়াল। তার আগে আর একটি অনুষ্ঠানে কোল ইন্ডিয়ার ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করে ২০১৯-’২০ সালের জন্য ওই লক্ষ্যমাত্রার কথা জানান তিনি। সেই সূত্রেই এক প্রশ্নের জবাবে গয়াল জানান, কয়লা উত্তোলন বাড়াতে যন্ত্রপাতি, প্রযুক্তি, চালু প্রকল্পের সম্প্রসারণ ও পরিকাঠামো খাতে ২০০০-২৫০০ কোটি ডলার লগ্নি সম্ভাবনা রয়েছে।

এখন দেশে কয়লা উত্তোলন হলেও, অনেকখানি আবার আমদানিও করতে হয়। দেশের কয়লা উত্তোলন বাড়িয়ে সেই আমদানি কমাতে চায় কেন্দ্র। সে ক্ষেত্রে তাপবিদ্যুতের জন্য প্রয়োজনীয় কোকিং কয়লার আমদানি নির্ভরতা দুই-আড়াই বছরের মধ্যে কমবে বলে আশা কয়লামন্ত্রীর। উল্লেখ্য, বছরে শুধু ওই ধরনের কোকিং কয়লাই আমদানি করতে হয় ১০ কোটি টন। যা ইন্দোনেশিয়ার মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ। তবে ইস্পাতের জন্য যে কয়লা প্রয়োজন হয়, তার আমদানি এখনই বন্ধ হবে না বলে জানান তিনি। কারণ, এ দেশে সেই মানের কয়লার উৎপাদন যেমন কম, তেমনই তার গুণগত মানও তত ভালো নয়।

Advertisement

১০০ কোটি টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা পূরণ করার ব্যাপারে অবশ্য আশাবাদী কয়লামন্ত্রী। তাঁর যুক্তি, গত অর্থবর্ষে যে লক্ষ্যমাত্রা ছিল, বাস্তবে উত্তোলন তা ছাপিয়েছে। বেড়েছে ৩.২ কোটি টন। তা ছাড়া, চলতি অর্থবর্ষের প্রথম ৪৩ দিনেও উৎপাদন বেড়েছে প্রায় ১১.১ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন