Hrithik Roshan

ভিডিয়ো কলে হৃতিকের সঙ্গে ব্যস্ত সুজ়ান, হাত থেকে ফোন কেড়ে নিয়ে কী করলেন প্রেমিক আর্সালান?

হৃতিকের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলছেন সুজ়ান। হাত থেকে ফোন কেড়ে নিলেন প্রেমিক আর্সালান গোনি। তার পর কী করলেন তাঁরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৭:০৩
Share:

(বাঁ দিকে) হৃতিক রোশন, (ডান দিকে) আর্সালান গোনি ও সুজ়ান খান। ছবি: সংগৃহীত।

প্রায় ১৪ বছরের দাম্পত্য ভেঙেছে হৃতিক রোশন ও সুজ়ান খানের। দু’জনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। সুজ়ান এখন সম্পর্কে রয়েছেন আর্সালান গোনির সঙ্গে, অন্যদিকে সাবা আজ়াদের প্রেমে হাবুডুবু খাচ্ছেন হৃতিক। এখনও হৃতিক ও সুজ়ানের বন্ধুত্ব অটুট। হৃতিকের ৫২ বছরের জন্মদিনেও তাঁর প্রাক্তন, বর্তমান সকলেই উপস্থিত ছিলেন। এ বার বিমানবন্দরে দেখা গেল আরও এক ছবি। সুজ়ানের সঙ্গে ভিডিয়ো কলে হৃতিক, হাত থেকে ফোন কেড়ে নিলেন প্রেমিক আর্সালান!

Advertisement

বেশ কয়েক বছর ধরেই আর্সালানের সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজ়ান। এই ক’বছরে হৃতিক-আর্সালানের বন্ধুত্বও হয়েছে গাঢ়। তাঁদের নিন্দকেরা ভাবেন, সবটাই লোকদেখানো। হৃতিকের জন্মদিন থেকে প্রাক্তন শ্বশুরবাড়ির যে কোনও অনুষ্ঠানেই হাজির থাকেন সুজ়ান। সঙ্গে আর্সালানও থাকেন।

সম্প্রতি যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে ভিডিয়ো কলে হৃতিকের সঙ্গে কথা বলতে বলতে হাসছেন সুজ়ান। তখনই তাঁর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আর্সালানও হাসতে হাসতে হৃতিকের সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনিই ছবিশিকারিদের দিকে ফোন ঘুরিয়ে হৃতিকের মুখ দেখান। আসলে যাঁরা তাঁদের সম্পর্ককে লোকদেখানো বলেন, তাঁদেরই যেন উত্তর দিলেন সুজ়ান-আর্সালান। অভিনেতার জন্মদিনে সুজ়ান লেখেন, ‘‘বাইরের দৈত্যেদের থেকে আমাদের পরিবার যেন সুরক্ষিত থাকে, আমরা সত্যিই ভাগ্যবান এমন একটা পরিবার পেয়েছি বলে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement