খনি সুরক্ষা খতিয়ে দেখতে নির্দেশ কয়লা মন্ত্রকের

ঝাড়খণ্ডের গোড্ডায় রাজমহল খোলা মুখ খনিতে ধসের কারণে শ্রমিক মৃত্যুর ঘটনার পরে কোল ইন্ডিয়ার সমস্ত খনির সুরক্ষা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিল কয়লা মন্ত্রক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ০২:৪১
Share:

ঝাড়খণ্ডের গোড্ডায় রাজমহল খোলা মুখ খনিতে ধসের কারণে শ্রমিক মৃত্যুর ঘটনার পরে কোল ইন্ডিয়ার সমস্ত খনির সুরক্ষা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিল কয়লা মন্ত্রক।

Advertisement

কোল ইন্ডিয়ার অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা ছাড়াও প্রয়োজনে বাইরে থেকে বিশেষজ্ঞ দল এনে খনিগুলির সুরক্ষা পরিকাঠামো পরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। বণিকসভা সিআইআই-এর জাতীয় পরিষদের বৈঠকের পরে এক সাংবাদিক বৈঠকে সম্প্রতি এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, ‘‘কী ভাবে ধসের ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। আমরা চাই কোনও খনিতে যেন আর দুর্ঘটনা না-ঘটে।’’

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাতে রাজমহল খনিতে ধসের ঘটনা ঘটে। এর জেরে এখনও পর্যন্ত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। গয়াল এ দিন জানান, কোল ইন্ডিয়া এবং তার সহযোগী সংস্থাগুলির মোট ৪১৮টি খনিতেই সুরক্ষা বিধি কতটা মানা হচ্ছে, তা দেখা হবে। প্রথম ধাপে ৫৮টি বড় খনিতে বিশেষজ্ঞ-দল যাবে। খনির অভ্যন্তরীণ পরিকাঠামো, কয়লা খননের ক্ষেত্রে কী ধরনের যন্ত্রপাতি, ডাম্পার ব্যবহার করা হচ্ছে— এমন প্রতিটি বিষয় রিপোর্টে উল্লেখ থাকতে হবে। তবে রাজমহল খনিতে যে-সংস্থা কয়লা তোলার দায়িত্বে রয়েছে, সেটিকে এখনই সরিয়ে দেওয়া হচ্ছে না বলেই মন্ত্রী এ দিন জানিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন