উত্তরাখণ্ডে কারখানা খুলবে কোকাকোলা

উত্তরাখণ্ডের সিতারগঞ্জে নতুন কারখানা খুলতে চলেছে কোকাকোলা। লগ্নি প্রায় ৪০০-৫০০ কোটি টাকা। জমি দেবে রাজ্য সরকার। এ জন্য সংস্থাটিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম (এসআইডিসিইউএল)।

Advertisement

সংবাদ সংস্থা

দেরাদুন শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০৪:০১
Share:

উত্তরাখণ্ডের সিতারগঞ্জে নতুন কারখানা খুলতে চলেছে কোকাকোলা। লগ্নি প্রায় ৪০০-৫০০ কোটি টাকা। জমি দেবে রাজ্য সরকার। এ জন্য সংস্থাটিকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম (এসআইডিসিইউএল)।

Advertisement

এর আগে রাজ্যে ছারবা গ্রামে কারখানা খোলার অনুমতি চেয়েছিল ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থাটি। কিন্তু পরিবেশগত ছাড়পত্র নিয়ে গ্রামের মানুষ আপত্তি তোলায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় কোকাকোলা। তার পরই সিতারগঞ্জে ৭০ একর জমিতে কারখানা খুলতে আবেদন জানায় তারা। প্রাথমিক ভাবে জমা দেয় ১.২৬ কোটি টাকাও।

এসআইডিসিইউএল-এর ম্যানেজিং ডিরেক্টর আর রাজেশ কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই সংস্থাকে সিতারগঞ্জের ১,৭০০ একর শিল্পতালুকে কারখানা খোলার অনুমতি দেওয়া হয়েছে। তাঁর দাবি, সংস্থার কর্তারা জমি দেখেছেন এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতে উপদেষ্টা সংস্থাও নিয়োগ করেছে কোকাকোলা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন